ভারতের জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান সুনীল পাল নিখোঁজ হয়েছেন বলে গত ৩ ডিসেম্বার থানায় জিডি করছেন তার স্ত্রী, সারিতা। মুম্বাই এ একটি শো করার পর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায় এবং রাতে তিনি বাড়ী ফেরেননি বলে আতঙ্কিত হয়ে তার স্ত্রী সান্তাক্রজ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
এরই মধ্যে সারা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই খবরে। তবে, কিছুক্ষন পরেই এলো স্বস্তির খবর।
এক পাপারাজ্জি জানালেন যে, তাকে পাওয়া গেছে বলে তার স্ত্রী জানিয়েছেন ম্যাসেজে। সারিতা বলেছেন যে, সুনীল’জির সাথে তার কথা হয়েছে, সুনীল’জি পুলিশের সাথেও কথা বলেছেন। তিনি ঠিকঠাক আছে বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান সুনীল পাল ২০০৪ সালে ‘হাম তুম’ সিনেমায় অংশগ্রহণের মাধ্যমে বলিউডে পদার্পণ করেন। তার পরের বছর, ২০০৫ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ প্রোগ্রাম জিতে সবারে নজরে আসেন। তার পরের বছর আবার সিনেমায়। অভিনয় করেন ‘ ফির হেরা ফেরি’র মতো জনপ্রিয় সিনেমায়।