২৫ নভেম্বর কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রিয় শিল্পী নিকিতা গান্ধীর গান শুনতে গিয়ে হঠাৎ সৃষ্ট বিশৃ্ঙ্খলায়, পায়ের চাপায় প্রাণ গেলো ৪ শিক্ষার্থীর।
ভারতীয় সঙ্গীতশিল্পী নিকিতা গান্ধীর উন্মুক্ত কনসার্টে শিক্ষার্থীদের অনুমতিপত্র পরীক্ষা করে ব্যাচ হিসেবে অডিটোরিয়ামে প্রবেশ করাচ্ছিলেন আয়োজকরা । এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে সবাই লাইন ভেঙে আগে ঢোকার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। এতেই কয়েকজন সিঁড়িতে পড়ে যায় এবং অন্যরা তাদের মাড়িয়ে চলে যায়। এতেই ঘটনাস্থলে ৪ জনের মৃত্যুসহ আহত হয় অন্তত ৬০ জন শিক্ষার্থী।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী নিকিতা গান্ধী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট নিকিতা, “এই গভীর শোক প্রকাশের জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের পরিবারগুলোর জন্য আমরা প্রার্থনা রয়েছে।”