বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এর কিছুদিন পর আবার খবর পাওয়া গিয়েছিল বুবলীও ছেলে শেহজাদকে নিয়ে আমেরিকা যাচ্ছেন। তবে কবে যাচ্ছেন বা যাবেন সে তথ্য গোপন রাখা হয়। অবশেষে ছেলেকে নিয়ে নিউ ইয়র্কে চলে গেছেন বুবলী। কয়েকটি ছবি প্রকাশিত হওয়ার মাধ্যমে জানা গেছে নিউ ইয়র্কের রুজভেলট আইল্যান্ডে শাকিব খান, ছেলে শেহজাদ খান বীর ও শবনম বুবলীর সাথে অবসর সময় কাটাচ্ছেন।
তাদেরকে পার্কে একটি কালো রঙের গাড়িতে করে এসে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমেই শাকিব বীরের হাত ধরে এগিয়ে যাচ্ছিলেন, পেছনে পেছনে আসছিলেন বুবলী।
ধারণা করা হচ্ছে নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা এড়িয়েই ছেলেকে নিয়ে একটু ঘুরে বেড়াতে রুজভেলট আইল্যান্ড বেছে নেন।
দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান।
সে সময় আব্রাহামকে সঙ্গে নিয়ে নিউইয়র্ক, নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন শাকিব। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি।’
দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই সফর নিয়ে কথা বলেছিলেন শাকিব।
সেই সঙ্গে জানিয়েছিলেন, সময় সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একইরকম সুন্দর স্মৃতি উপহার দিতে চান তিনি। ঠিক দুই বছর পর সেই ইচ্ছার বাস্তবায়ন ঘটছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রেও। নিজের হাতেই গড়ে দিচ্ছেন বাবা-ছেলের সুখময় স্মৃতি।