দেখতে দেখতে পাঁচ বছর হয়ে যাবার পরেও কৌশিক শঙ্কর দাসের ‘পাঞ্চ’ সিনেমাটি আলোর মুখ দেখেনি।
তবে দেখতে কতক্ষণ- এমনটাই আশার কথা জানালেন পরিচালক কৌশিক শঙ্কর দাস। প্রধান চরিত্রে নানা হাত ঘুরে আসার পর এখন নতুন কাউকে নিয়ে ভাবছেন মিডিয়ার পরিচিত মুখ ‘কেএসডি’।
আরিফিন শুভ, নিলয়সহ অনেকের নামই সিনেমাটির সাথে শোনা গেলেও আপাতত অন্য কাউকেই ভাবা হচ্ছে বলে জানান তিনি। কারণ অবশ্যই ‘চরিত্রের প্রয়োজন’।
তবে তার বাকী কাস্টিং তৈরি সেই পাঁচ বছর আগে থেকেই। কালের স্রোতে খরচের খাতাও বেড়েছে, তবে সেটারও সমাধান খুঁজছেন তিনি এবং তার প্রযোজক – জানান চিত্রালীকে।
আপাতত হণ্যে হয়ে খুঁজছেন মূল চরিত্র যার ‘পাঞ্চ’য়ে কেঁপে উঠবে রূপালী পর্দা।
এদিকে মুক্তির অপেক্ষায় আছে রুনা খান অভিনীত কৌশিক শঙ্কর দাস পরিচালিত ‘দাফন’।