নায়ক রাজ বললেই চোখের সামনে ভেসে ওঠে ‘ছুটির ঘণ্টার’ স্কুল দফতরি, ‘জীবন থেকে নেয়া’র বিপ্লবী তরুণ কিংবা ‘বাবা কেন চাকরের সেই অসহায় বাবা চরিত্রে থাকা এক অসাধারণ অভিনেতার মুখ। নায়ক রাজের উল্লেখযোগ্য সিনেমার তালিকাটা বেশ দীর্ঘ। তবুও আজকের দিনে কিংবদন্তি এই অভিনেতার স্মরণে দেখে নিতে পারেন রাজ্জাক অভিনীত এই ছয়টি সিনেমা।
মারা গেছেন জেমস বন্ড ০০৭ লোগোর ডিজাইনার
রবিবার ১৭ আগস্ট, ১০৩ বছর বয়সে মারা গেছেন আইকনিক জেমস বন্ড সিরিজের ০০৭ এর লোগো ডিজাইনার জো ক্যারফ। জেমস বন্ড…