৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। এর মাঝেই দুঃসংবাদ এসে হাজির আল্লু অর্জুনের জীবনে। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন এক নারী। এ ঘটনায় মামলা করা হয়েছে । এতে আসামী- থিয়েটার কর্তৃপক্ষ, নিরাপত্তা রক্ষী ও নায়ক আল্লু অর্জুন।
জানা যায়, সিনেমা থিয়েটারের সামনে যখন দক্ষিণী তারকা আল্লু অর্জুন আসেন তখন তাকে সামনে থেকে দেখতে গিয়েই ভক্তদের মাঝে উত্তেজনা শুরু হয়। এমন পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী ওই নারীর। তার ৯ বছরের মেয়েও আহত হয়েছে। মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার অক্ষাংশ যাদব ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিহত নারীর পরিবার একাধিক অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিচালক সুকুমার জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটির সাফল্যের কথা মাথায় রেখেই ‘পুষ্পা ২’ করা হয়েছে। তিন বছর অপেক্ষা করেছেন দর্শকরা ছবিটির সিক্যুয়েলের জন্য। অবশেষে তা মুক্তি পেতেই উত্তেজনা ছড়িয়েছে। সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেল এমন এক মর্মান্তিক ঘটনা।
উল্লেখ্য মুক্তির আগেই ৪০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ‘পুষ্পা ২’। বাংলা, হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি।