Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

নানা পাটেকার- অনন্ত- বর্ষা: একই পর্দায়

নানা পাটেকার, বর্ষা ও অনন্ত জলিল (বাম থেকে) । ছবি: সংগৃহীত

আসন্ন ‘কিল হিম-টু’ সিনেমায় অনন্ত-বর্ষার সাথে অভিনয় করবেন বলিউডের নানা পাটেকার।

২০২৩-য়ে ‘কিল হিম’ সিনেমার সাফল্যের পর, সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। বাড়তি চমক হিসেবে থাকছেন নানা পাটেকার। এ বিষয়ে নির্মাতা জানান, “কিল হিম টু নিয়ে নানা পাটেকরের সাথে আমাদের টিমের কথা হয়েছে। তিনি এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন, পাশাপাশি মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন । নানা পাটেকার স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।”

সিনেমা শুটিং শুরুর তারিখ ও আর কোন অভিনেতারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানাননি নির্মাতা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ওটিটিতে ‘শরতের জবা’

প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ দুই মাস পর এবার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত…
0
Share