আসন্ন ‘কিল হিম-টু’ সিনেমায় অনন্ত-বর্ষার সাথে অভিনয় করবেন বলিউডের নানা পাটেকার।
২০২৩-য়ে ‘কিল হিম’ সিনেমার সাফল্যের পর, সিনেমার সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল। বাড়তি চমক হিসেবে থাকছেন নানা পাটেকার। এ বিষয়ে নির্মাতা জানান, “কিল হিম টু নিয়ে নানা পাটেকরের সাথে আমাদের টিমের কথা হয়েছে। তিনি এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্পটি শুনে পছন্দ করেছেন, পাশাপাশি মৌখিকভাবে সম্মতিও জানিয়েছেন । নানা পাটেকার স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তার সঙ্গে চুক্তি হয়ে যাবে।”
সিনেমা শুটিং শুরুর তারিখ ও আর কোন অভিনেতারা থাকছেন সে বিষয়ে এখনও কিছু জানাননি নির্মাতা।