‘মি টু’ আন্দোলনের অংশ হিসেবে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তবে, এবার আদালত সেই মামলা খারিজ করে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে নানা পাটেকারসহ আরও তিনজনের বিরুদ্ধে অশ্লীল আচরণের অভিযোগ তোলেন তনুশ্রী।
শুক্রবার, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (আন্ধেরি) এনভি বনশল জানিয়েছেন, অভিযোগের সময়সীমা অতিক্রান্ত হওয়ায় তনুশ্রীর মামলা খারিজ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে একটি ঘটনার ১০ বছর পর অভিযোগ দায়ের করা অগ্রহণযোগ্য। ২০০৮ সালে ঘটিত ঘটনাটি নিয়ে ২০১৮ সালে তনুশ্রী ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৪ এবং ৫০৯-এ অভিযোগ করেছিলেন। কিন্তু, ফৌজদারি কর্মপদ্ধতি (সিআরপিসি) অনুযায়ী অভিযোগ দায়েরের জন্য তিন বছরের সময়সীমা নির্ধারিত রয়েছে।
ম্যাজিস্ট্রেট আরও জানান, সময়সীমা নির্ধারণের উদ্দেশ্য হল মামলা দ্রুত নিষ্পত্তি করা, কিন্তু তনুশ্রী এই মামলা চালিয়ে গেছেন সাত বছর পর। প্রশাসনের পক্ষ থেকে বিলম্বের কোনো সুস্পষ্ট কারণও দেওয়া হয়নি, ফলে মামলাটি চালানো বা ধরে রাখাটা উদ্দেশ্যহীন বলে মন্তব্য করেছেন তিনি।
তনুশ্রী ২০০৮ সালের ২৩ মার্চ ঘটে যাওয়া সেই ঘটনার জন্য ২০১৮ সালে নানা পাটেকারের বিরুদ্ধে মামলা করেছিলেন। সে সময় এই ঘটনা তনুশ্রীকে প্রায়ই সংবাদ শিরোনামে নিয়ে আসত।