ঈদুল ফিতর হোক, কিংবা ঈদুল আজহা- স্বাধীনতা পরবর্তী সময় থেকে ঈদের আনন্দে যেন অপরিহার্য অংশ হয়ে উঠেছে টেলিভিশনে প্রচারিত ঈদ অনুষ্ঠানমালা। আশি-নব্বইয়ের দশকে ফিরে তাকালে, তখন একমাত্র বিটিভি কেন্দ্রিক ঈদ বিনোদন থাকলেও ছোটপর্দার সেই আয়োজনগুলোই দর্শকদের কাছে ছিল একদম জাদুর খেলা। সেই জাদুতে দর্শকরা এতোই মন্ত্রমুগ্ধ যে সেই রেশ কাটানো সম্ভব হয়নি এখনও।
চিত্রালীর দর্শকদের কাছে কোন কালের ঈদ পছন্দ? একালের ঈদ? নাকী সেকালের ঈদ?