প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের লা’শ উদ্ধার করেছেন পুলিশ। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী থেকে পাওয়া যায় তার ম’রদেহ।
ঘটনাটি ৩০ অক্টোবরের। ঐদিন দুপুর ২টার দিকে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় একটি ভাসমান লা’শ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেন পুলিশকে। পরবর্তীতে মুলাদী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেন ম’রদেহটি। এরপর মৃ’ত ব্যাক্তির পরনের পোশাকের পকেট থেকে যে জাতীয় পরিচয়পত্রটি পাওয়া যায়, সেখান থেকে মিলে খালেকুজ্জামানের পরিচয়।
পারিবারিক সূত্রে জানা যায়, এটিএম খালেকুজ্জামান বসবাস করতেন ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনে। তিনি ছিলেন অবিবাহিত। ২৪ অক্টোবর খুলনায় একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ২৬ অক্টোবর তার মা মোবাইল ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করলে কলটি কেটে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ফোনটি বন্ধ ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে পুলিশ ও স্থানীয়দের ধারণা, খালেকুজ্জামান লঞ্চযোগে কোথাও যাওয়ার সময় দুর্ঘটনাবশত লঞ্চ থেকে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
উল্লেখ্য যে, লা’শের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পকেটে থাকা পরিচয়পত্র থেকে খালেকুজ্জামানের পরিচয় শনাক্ত হলে সূত্রাপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন।