Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

নতুন মুখের ‘‌দেনা পাওনা’

‘দেনা পাওনা’ ধারাবাহিকের অভিনয়শিল্পীরা । ছবি: সংগৃহীত

আসছে দীপ্ত টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’। ধারাবাহিকটিতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে নতুন মুখদের। নতুন মুখের সন্ধানে এর আগেই দীপ্ত টেলিভিশন ঘোষণা দিয়েছিল অডিশনের। চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকার অডিশন থেকে পাওয়া চূড়ান্ত অভিনয়শিল্পীরা অভিনয়-কর্মশালার পর ইতিমধ্যে শুটিং শুরু করেছেন। এ বিষয়ে ধারাবাহিকটির পরিচালক গোলাম মুক্তাদির বলেন, অভিনয় একটি দক্ষতা। নিয়মিত চর্চায় তা শিখতে ও ধরে রাখতে হয়। আমাদের ধারাবাহিকে আসা নতুন মুখেরা প্রায় সবাই থিয়েটারের সাথে যুক্ত। তারা অভিনয় শিখেই এসেছে। এখন ক্যামেরার সাথে তাদের বন্ধুত্ব করিয়ে ফেলাটাই আমাদের কাজ!

উল্লেখ্য যে, তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহদাত হোসেনের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের সাথে ‘দেনা পাওনা’ ধারাবাহিকে যুক্ত হয়েছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেনসহ আরও কিছু নতুন মুখ।

দীপ্ত টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম এজাজ উদ্দীন আহমেদ শান্ত জানান, দীপ্ত টেলিভিশন প্রথম থেকেই নতুন শিল্পীদের সুযোগ দিয়ে আসছে। ইন্ডাস্ট্রি যখন তারকার পেছনে ছুটেছে দীপ্ত টেলিভিশন তখন আনকোরা শিল্পীদের দিয়ে নির্মাণ করেছে পালকী, অপরাজিতা, খুঁজে ফিরি তাকে, মান অভিমান, মাশরাফি জুনিয়রের মতো দীর্ঘ ও সফল ধারাবাহিক। একই রকমভাবে দেনা পাওনাতেও দীপ্ত টেলিভিশন সুযোগ দিয়েছে নতুনদের। এবারে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহীতে দীপ্ত টিভির অডিশনকে বিস্তৃত করা হয়েছে। আশা করি, ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য প্রধান শহরেও দীপ্ত টেলিভিশন অডিশন নিয়ে পৌঁছাবে। আমরা সারা দেশের অভিনয় প্রতিভাকে একত্রিত করতে চাই।

দীপ্ত টেলিভিশনের নিজস্ব ফ্লোরে নিয়মিত শুটিং চলছে ‘দেনা পাওনা’র। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত এ দীর্ঘ ধারাবাহিকে দেখা যাবে বর্তমান সময়ের যৌতুকের ছদ্ম রূপ। একই সাথে তারুণ্যের প্রেম ও অর্থের অনর্থ এর মূল উপজীব্য। দীর্ঘ ধারাবাহিকটির চিত্রনাট্য করছেন আহমেদ খান হীরক ও আফিফা মহসিনা অরণি। সংলাপ রচনা করছেন অলভী সরকার।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে- পরমব্রত চট্টোপাধ্যায়

‘পশ্চিমবঙ্গে অ্যাকশন ছবির চেয়ে পারিবারিক ছবি বেশি চলেছে’- ‘আজব কারখানা’ চলচ্চিত্রের…
0
Share