বছরের একদম শেষ প্রান্তে এসে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পরিণয়ের সুখবর দিলেন টালিউডের তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।
পরিচয় থেকে বন্ধুত্ব অতঃপর প্রেম। গেল পাঁচ বছর ধরে লিভ ইনেও ছিলেন তারা। তাই তো ভক্তদের এক প্রশ্ন, কবে বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? সেই অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে নতুন বছরেই বিয়ের ঘোষণা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।
সম্প্রতি নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে অভিনেত্রী ঐন্দ্রিলা লেখেন, ‘নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।
ভিডিওতে দেখা গেছে বিয়ের জন্য কেনা-কাটাও শুরু করেছেন এই তারকা জুটি। আর তাদের বক্তব্যে বোঝা যায়, বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি, সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। সম্ভবত, বিয়ের দিন নায়ককে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে।
যদিও ঐন্দ্রিলা সেনের শেয়ার করা ভিডিওর কোথাও বিয়ের তারিখ জানা যায়নি। তবে ভক্তদের একাংশের ধারণা ২০২৫ সালের শুরুর দিকেই সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। আর বিয়ের খবর জানানোর পর থেকে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি। দীর্ঘদিনের প্রেমের পর একসঙ্গে বাকিটা জীবনও কাটিয়ে দেবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, এমনটাই প্রত্যাশা সকলের।