পাঁচ বছরের বিরতি শেষে ‘শরতের জবা’ নিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী কুসুম। তবে এবার কেবল অভিনেত্রী নয়, নিজের প্রডাকশন হাউজের প্রথম ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী কুসুম শিকদার।
পহরডাঙ্গা পিকচার্সের ও সুমন ধরের যৌথ প্রযোজনায় নড়াইলের পহরডাঙ্গা গ্রামে শেষ হয়েছে ‘শরতের জবা’র শুটিং। ২০২১ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত কুসুমের লেখা গল্পগ্রন্থ ‘অজাগতিক ছায়া’র ‘শরতের জবা’ গল্পটি অবলম্বনে নির্মিত সিনেমাটি। শোনা যাচ্ছে ২০২৪ সালের শুরুতেই মুক্তি পেতে পারে অভিনেত্রী কুসুম পরিচালিত সিনেমাটি।
‘শরতের জবা’ সিনেমায় দেখা যাবে ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারীসহ আরও অনেক মুখ।