গুঞ্জনের অবসান ঘটিয়ে সংসারে প্রথম সন্তান আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পপ তারকা জাস্টিন বিবার ও হেইলি ব্যাল্ডউইন দম্পতি। সে সাথে সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী দ্বিতীয়বার হেইলিকে বিয়ে করলেন জাস্টিন।
নিজের ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের বেশ কিছু ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছেন জাস্টিন বিবার। জানান দিলেন বিচ্ছেদ নয় বরং একসাথে জীবনের দ্বিতীয়ধাপে পদার্পণ করেছেন জাস্টিন-হেইলি দম্পতি।
সেই পোস্টের কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে ভক্ত-সহকর্মীদের শুভকামনা ও শুভেচ্ছাবার্তা।
মার্কিন গণমাধ্যম বিবিসির খবরে, হেইলি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রীষ্মের শেষের দিকে জুনিয়র বিবারকে স্বাগত জানাতে পারেন ভক্তরা। এই সময়ে স্ত্রীর পাশে থাকছেন বিবার।
উল্লেখ্য, সেলেনা গোমেজের সাথে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে চুপিসারে বিয়ে করেন জাস্টিন বিবার। বিয়ের দীর্ঘ ছয় বছর পর বিবার-হেইলির ঘরে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা।