৩০ অক্টোবর সোমবার ধানমন্ডির কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে ‘নজরুল সংগীতের’ জন্য ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আদি গ্রামোফোন রেকর্ডে ধারণ করা নজরুল সংগীতকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ সিদ্ধান্ত জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্য ও সংগীতজগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একজন সৃষ্টিশীল মানুষ। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হলে নজরুলসহ এ ধরনের সৃষ্টিশীল গুণীজনদের কর্ম নিয়ে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি হারে কনটেন্ট তৈরি ও প্রচারিত হওয়া প্রয়োজন।
কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল, সাবেক সচিব মাসুদ আহমেদসহ দেশের খ্যাতিমান শিল্পীরা।