জাতীয় কবি নজরুলের প্রসঙ্গ মানেই উঠতেই ‘সাম্যবাদী‘ কবিতার একটি চরণের কথা অনুরাগীদের মনে পড়ে যায়। যা বরবারই তার জীবনাদর্শের প্রতিচ্ছবি ধারণ করে। মনকে নাড়া দেওয়া সেই বিখ্যাত চরণটির একটা অংশ- ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান‘। তারই প্রমাণ মিলল তার ১২৪তম জন্মবার্ষিকীতে তার মাজার প্রাঙ্গণে। বাংলাদেশের জাতীয় কবির জন্মদিনে তার কবর জিয়ারত করতে যেমন বাংলাদেশ থেকে বরেণ্য গবেষক এসেছিলেন ঠিক তেমনি এসেছিলেন ভারতের প্রখ্যাত লেখক- গবেষক। চিত্রালীর ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন জাতীয় কবির সমাধিস্থল পরিদর্শনে আসা পশ্চিমবঙ্গের লেখক প্রিয়াঙ্কা গুহ, বাংলাদেশের লেখক ও ই.এন.টি বিশেষজ্ঞ ডা হারুন-অর-রশিদ, জলপদ্মের পরিচালক কমল কুজুর, লেখক ও নজরুল গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য্য। জানিয়েছেন নিজেদের মনের ভাবনা। নজরুল গবেষক ইরশাদ আহমেদ শাহীনও বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষ্যে চিত্রালীকে জানিয়েছেন তার একান্ত মতামত।
সিলভার প্লে-বাটন অর্জন করলো চিত্রালীর ইউটিউব চ্যানেল
দেশের অন্যতম জনপ্রিয় বিনোদন সংবাদমাধ্যম চিত্রালীর ইউটিউব চ্যানেল ‘চিত্রালী’ (Chitralee) ইউটিউব কর্তৃপক্ষ থেকে…