বেশ কিছুদিন দেশ নারীদের ওপর নির্যাতন, ধর্ষণের ঘটনায় উত্তাল ছিলো। বিশেষ করে ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর পর অনলাইন-অফলাইনসহ সব প্ল্যাটফরমেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষ যেমন ধর্ষকদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, শোবিজ অঙ্গনের তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন।
তেমনই এক উদ্বেগের কথাই শোনা গেল অভিনেত্রী জিনাত শানু স্বাগতার কণ্ঠে। শুধু উদ্বেগ প্রকাশ নয় রীতিমত বোমা ফাটালেন এই অভিনেত্রী ও সংগীতশিল্পী।
অভিনেত্রী ফেসবুক এ জানালেন, তার পরিচিত এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন।
১৪ মার্চ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’ এমন প্রশ্ন তুলে শোবিজ অঙ্গনে বেশ হৈ চৈ ফেলে দিয়েছেন স্বাগতা।