বড়দিনে মেয়ে রাহা কাপুরকে প্রকাশ্যে এনে অন্তর্জাল কাঁপানোর পর, আরও একবার শিরোনামের অংশ হলেন বলিউডের অভিনেতা রণবীর কাপুর। বড়দিনের রেশ যেন তার কাটছেই না। কারণ বিশেষ দিনটির উদযাপন করেই আবারও চর্চায় তিনি। মেয়েকে নিয়ে প্রশংসার বন্যার পর এবার রণবীরের বিরুদ্ধে এসেছে অভিযোগ। তাও আবার ধর্মীয় আবেগে আঘাত করার কারণে! ব্যপারটি গড়িয়েছে থানা পর্যন্ত!
প্রতি বছরই কাপুর বংশের সদস্যরা বড়দিনে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। যেখানে তাদের বংশের কমবেশি সবাই অংশগ্রহণ করার চেষ্টা করেন। ২০২৩ সালেও ছিল না এর ব্যতিক্রম। অন্যান্য সদস্যদের সাথে আয়োজনে উপস্থিত ছিলেন রণবীর ও আলিয়া ভাট। সেই আয়োজন থেকেই রণবীর ও তার পরিবারের বড়দিন উদযাপনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে অন্তর্জালে। সেই ভিডিওর কারণেই তোপের মুখে পড়েছেন অভিনেতা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কেকের উপর মদ ঢালা হলে তাতে আগুন ধরান রণবীর। সঙ্গে এই অভিনেতা সহ কাপুর পরিবারের সদস্যরা বলে ওঠেন ‘জয় মাতাজি’। এখান থেকেই ঝামেলার সৃষ্টি।
রণবীরের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি। অভিযোগকারীর দাবি, সেই ভিডিওতে ধর্মীয় আবেগে আঘাত করেছেন অভিনেতা। যদিও কেবল অভিযোগ দায়ের করা হয়েছে, কোনও এফআইআর দায়ের করা হয়নি।