কথা রেখে প্রকাশ্যে এসেছে ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমার প্রথম ঝলক। নির্মাতা বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটিতে চমকে দিয়েছেন টালিউড বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রকাশিত ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমার টিজারে দেখা গেল, একটা লম্বা করিডোর দিয়ে হেঁটে আসছেন ‘বৃদ্ধ’ মিঠুন চক্রবর্তী। সঙ্গে আওড়াচ্ছেন ভারতের সংবিধানের প্রস্তাবনা। কিন্তু তার অর্ধেক কথা বোঝা যাচ্ছে না। জড়িয়ে যাচ্ছে। জামা কাপড়ের ছিন্নভিন্ন দৈন্য দশা, মাথা ভর্তি পাকা চুল উস্কোখুস্কো। মুখ ভর্তি পাকা দাড়ি। জিভও পোড়া তার। আর সেই জন্যই কথা বলতে গিয়ে সব কথা জড়িয়ে যাচ্ছে অভিনেতার। ভিডিওর শেষে দেখা যায় তিনি একটি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। কিন্তু কী সেটা? টিজারে সেই উত্তর স্পষ্ট নয়।
নির্মাতা বিবেকের এই সিনেমায় উঠে আসবে ভারতের ইতিহাসের এক অজানা দিক। ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল এবং পল্লবী যোশী। চলতি বছরের ১৫ আগস্ট মুক্তির আশায় থাকা সিনেমাটিতে চমক হিসেবে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি বলিউড অভিনেতা অনুপম খেরও থাকতে পারেন।