পুত্রসন্তানের বাবা হলেন টালিউড অভিনেতা জিৎ। প্রথম কন্যা সন্তানের পর এবার দ্বিতীয়বারের মত বাবা হওয়ার আনন্দ উপভোগ করলেন তিনি।
১৬ অক্টোবর অভিনেতার স্ত্রী মোহনা রতলানীর কোল জুড়ে আসে তাদের ছেলে। সুখবরটি নিশ্চিত করে নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন স্বয়ং জিৎ। পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য দোয়া করবেন।”
শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছে সুখবর জানানো পোস্টটি। সহকর্মীদের থেকে শুরু করে ভক্ত ও অনুরাগীরা, সবাই শুভ কামনা জানাচ্ছেন জিৎ ও মোহনাকে।
গেলো মাসেই স্ত্রীর অন্তঃসত্ত্বা ছবি দিয়ে সবাইকে সারপ্রাইজ দিয়েছিলেন ‘সুলতান-দ্য সেভিয়ার’ খ্যাত এই অভিনেতা। ২০১১ সালে মোহনাকে বিয়ে করেন জিৎ। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর এই দম্পতি প্রথমবারের মত বাবা-মা হন। তাদের মেয়ের নাম নবন্যা। এবার নবন্যার ভাইয়ের কি নাম রাখছেন তারা? এই বিষয়ে এখনো জানা যায়নি।
উল্লেখ্য যে, জিৎ-কে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ‘চেঙ্গিজ’ সিনেমায়। দর্শকদের জন্য এই অভিনেতার পরবর্তী উপহার হতে যাচ্ছে ‘বুমেরাং’ শীর্ষক সিনেমা।