৫ জানুয়ারি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। পুত্র সন্তান জন্মের সুখবরটি ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিওতে সানা খান জানিয়েছেন, ‘সানা এবং আনাস সৈয়দ তাদের ছোট রাজপুত্রকে ২০২৫ সালের ৫ জানুয়ারি স্বাগত জানিয়েছেন। আমরা আমাদের ছোট রাজপুত্রের আগমনের সুন্দর সংবাদ শেয়ার করতে পেরে আনন্দিত! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে হয়েছে! বড় ভাই হয়েছে তারিক জামিল।’
এই পোস্টের ক্যাপশানে সানা লেখেন, ‘আল্লাহতায়ালা নে হার চিজ মুকাদ্দার মে লিখে হ্যায়, ওয়াক্ত আনে পার আল্লাহ উসকো আত্তা কারতা হে। অর জব আত্তা কর্তা হে তো ঝোলিয়া খুশিওঁ সে ভার দ্যতা হ্যায়। সুখী বাবা-মা।’
‘ওযাহ তুম হো’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠা সানা খান ২০২০ সালে মুফতি আনাস সৈয়দকে বিয়ে করে ঘোষণা দেন বলিউড ছাড়ছেন তিনি। ইসলামের টানে বিনোদনের রঙিন দুনিয়া ত্যাগ করে স্বামী সন্তান ও সৃষ্টিকর্তার ইবাদত নিয়েই ব্যস্ত হয়েছেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে সানা-আনাস দম্পতির ঘরে আসে তাদের প্রথম পুত্র সন্তান তারিক।