Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

দেশের ৫০ জেলায় হচ্ছে নৃত্যানুষ্ঠান  

সারা দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ । প্রতিটি জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ের জন্য এসব উদ্যেগ নেয়া হয়েছে। তারুণ্যের শক্তি, উদ্দীপনা ও উৎসাহের সম্ভাবনাকে উদ্‌যাপন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ৬ জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর—আমি চির-উন্নত শির!’ এবং ৫০ জেলায় অনুষ্ঠিত হচ্ছে নৃত্যানুষ্ঠান।   

১০ জানুয়ারি নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত হয় ব্যান্ড সংগীতের অনুষ্ঠান বল বীর—আমি চির উন্নত শির! ২৮ জানুয়ারী হয় রংপুরে, আগামী ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে, ৪ ফেব্রুয়ারি নড়াইলে, ৮ ফেব্রুয়ারি বরগুনায় এবং ১৩ ফেব্রুয়ারি রাজশাহী জেলায় প্রতিদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীত অনুষ্ঠান ‘বল বীর— আমি চির-উন্নত শির! জেলা পর্যায়ের অনুষ্ঠানগুলোতে অংশ নেবে স্থানীয় ব্যান্ড।       

অন্যদিকে ২৯ জানুয়ারী থেকে নৃত্যানুষ্ঠান শুরু হতে যাচ্ছে দেশের ৫০ জেলায় । আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ, ফেনী, নড়াইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, বরগুনা, খুলনা, গাজীপুর, শরীয়তপুর, নেত্রকোনা, বগুড়া, নীলফামারী, ঝিনাইদহ, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি, নওগাঁ, ঝালকাঠি, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও লক্ষ্মীপুর জেলায়।   

৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুন্সিগঞ্জ, নোয়াখালী, যশোর, ফরিদপুর, টাঙ্গাইল, রাজশাহী, পটুয়াখালী, সাতক্ষীরা, ময়মনসিংহ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মাগুরা, মৌলভীবাজার, বান্দরবান, চাঁদপুর, লালমনিরহাট, পঞ্চগড়, রাঙামাটি, জয়পুরহাট, শেরপুর, পিরোজপুর, সুনামগঞ্জ ও নরসিংদী জেলায়। সবার জন্য উন্মুক্ত থাকবে জেলা পর্যায়ের নৃত্যানুষ্ঠানগুলো। 

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেহজাবীন ও সাই পল্লবীতে মুগ্ধ অভিনেত্রী তাবাসসুম ছোঁয়া

একাদশ শ্রেণিতে পড়াকালীন সময়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আবির্ভাব ঘটে তাবাসসুম ছোঁয়া’র। এরপর একটু একটু করে…

সব যুদ্ধ ‘স্পনসর’ করা! আমি প্রমাণ করে দেব: নচিকেতা

ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার সূত্রধরে মঙ্গলবার ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ভারত এই…

হামলায় প্রাণ গেল ফিলিস্তিনের শিশুশিল্পী হাসান আয়াদের

“যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন যোগ দিয়েছে তার শোকগ্রস্তদের সাথে – তার বিদায় ছিল তার কথার মতোই…

ভারতের আক্রমনকে কাপুরুষতা বললেন পাকিস্তানী তারকারা

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর…
Exit mobile version