Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, আগস্ট ২, ২০২৫

দেশী নাটকে এআই ভিডিও ব্যবহারের সূচনা

বিশ্বব্যাপী চলছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিপ্লব। বিশেষ করে এআই ভিডিও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তারই ফলস্বরুপ এই বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলা শুরু করেছে বাংলাদেশী শোবিজ জগতও। সম্প্রতি মুক্তি পাওয়া দেশের একটি নাটকে ব্যবহ্রত হয়েছে এআই ভিডিওর বেশ কিছু মুহুর্ত।

প্রযোজনা সংস্থা সিএমভি’র ব্যানারে চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’ নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘চুপকথা’। সেখানেই কয়েকটি স্বল্প মুহুর্তের ভিডিও ধারণ করা হয়েছে এআই দিয়ে। নাটকের শুরুর দিকে বিখ্যাত ফর্মুলা ওয়ান রেসিং প্রতিযোগিতার একটি চিত্র দেখানো হয় যা অনেক দর্শকের মতে গ্রাফিক্স ও এআইয়ের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে।

এছাড়াও নাটকে আছে বিমান উড্ডয়নের একটি চিত্র। যা দেখেই দর্শকেরা নিশ্চিত হয়েছেন এটিও এআই ভিডিওর সাহায্য নিয়ে ধারণ করা। এছাড়াও রয়েছে, কুমিরের খামারে কুমিরের মুরগী খেতে চাওয়ার একটি দৃশ্য যা স্পষ্টতই এআই ভিডিওর সাহায্য নিয়ে তৈরি করা। নাটকে এরকম দৃশ্য দেখে দর্শকরা বেশ উচ্ছ্বসিত।

নাটকটির গল্প লিখেছেন গীতিকবি মহসীন মেহেদী, আর চিত্রনাট্য ও সংলাপ নির্মাতার। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন হৃদয় সরকার।

নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের দুই জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।

নাটকটি মূলত প্রেমের তবে তার সাথে নির্মাতা তুলে এনেছেন সমাজ, প্রকৃতি ও সমাজে বিদ্যমান অর্থনৈতিক শ্রেণি বিভাগেরও প্রসঙ্গ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কাজ শেষ, শীঘ্রই নতুন প্রাসাদে উঠছেন আলিয়া-রণবীর  

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। এই জুটি তাদের বিবাহের আগে থেকেই মুম্বাইতে তাদের নতুন…

৬৪টি স্যুটকেস ও একটি অপূর্ণ ইচ্ছা রেখেই চলে গেলেন রাজেশ খান্না    

রাজেশ খান্না ছিলেন একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং রাজনীতিবিদ। তাকে ভারতীয় হিন্দি চলচ্চিত্র…

অভিনয় ছেড়ে বিদেশ চলে যাবেন তানিয়া বৃষ্টি

২০১২ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর…

মিথ্যা বলায় হাত জোড় করে ক্ষমা চাইলেন আমির খান

মাসখানেক আগে মুক্তি পেয়েছিল আমির খানের ‘সিতারে জামিন পার’। ব্ক্স অফিসে ভালো আয়ও করেছে তবে সিনেমা হিটের জন্য…
Exit mobile version