দেশের জনপ্রিয় নাট্যঅভিনেতা তৌসিফ মাহবুব। সামনে আসতে যাচ্ছে তার নাটক ‘খোয়াবনামা’। নাটক করলেও সিনেমার প্রতি রয়েছে এই অভিনেতার বিশেষ ঝোঁক। নাটক নিয়ে আলাপচারিতায় সিনেমা ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
সিনেমায় কবে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমাতে আমি না এলেও ছোটবেলায় স্কুল লাইফ থেকে মাথায় সিনেমার পোকা রয়েছে। দেরিতে হলেও একদিন আমি সিনেমাতে যাব।’
তিনি আরো বললেন, “আমি সব ধরনের সিনেমা করতে চাই। ‘বরবাদ’-এর মতো সিনেমা করতে চাই, আবার ‘জংলি’, ‘দাগির’ মতো সিনেমা করতে চাই, আবার আমি ‘উৎসব’-এর মতো সিনেমাও করতে চাই।‘
দেশের চলমান সামাজিক যোগাযোগ মাধ্যম বাস্তবতার কথাও উঠে আসে আলাপে।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর সাধারণ মানুষ বলছে, ‘বাকস্বাধীনতা ফিরে পেয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সব কিছু মন খুলে প্রকাশ করতে পারছেন। তবে এতে একদিকে যেমন সুবিধা হয়েছে, তেমনি অসুবিধাও তৈরি হয়েছে। সত্যি কথা বলতে দেশের মধ্যে যে অস্থিরতা চলছে, মানুষ কেমন জানি নেগেটিভ মানসিকতার হয়ে গেছে।
প্রকাশ্যে যেন সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারি, এ জন্য আমরা বাকস্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আফসোসের কথা, বাকস্বাধীনতা পাওয়ার পর প্রকাশ্যে গালি দেওয়া শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘আমি মনে করি দিনশেষে আফসোস করা উচিত না। আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত। হয়তো একদিন সবাই আলোকিত হবে এবং এই নেগেটিভিটি সবার মধ্য থেকে বেরিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দ্রুত হেদায়েত দান করুন।’
দেশটাকে সুন্দরভাবে দেখতে চান জানিয়ে সব শেষে তিনি বলেন, ‘আমি আমার চারপাশের পরিবেশ এবং দেশকে সুন্দরভাবে দেখতে চাই। সবাই সহজ-সরল হবে, কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করবে না। সবার প্রতি সবার ভালোবাসা থাকবে, সাহায্য করার মানসিকতা থাকবে। ঠিক যেমন যখন ট্রাফিক পুলিশ ছিল না, ছাত্ররা গিয়ে রাস্তায় মানুষের উপকারের জন্য ট্রাফিকের কাজ করেছে। সবাই সব কিছুতে নিষ্পাপ থাকুক।‘
এদিকে আগামী ২৮ আগস্ট ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।