আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাটি। বিশেষ করে এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। সম্প্রতি ভক্তদের এই গান তৈরির গল্প শোনালেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা।
সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে কনা বলেন, ‘দুষ্টু কোকিল’ গানে কাজ করার পেছনে একটা মজার গল্প হয়েছে। আকাশ আমাকে দুষ্টু কোকিল গানের ডেমো চার লাইন পাঠিয়েছিল। এরপর আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পরে আকাশ আমার সঙ্গে যোগাযোগ করে বলে, ‘তুমি কী এ গানটা করবা’ আমি সঙ্গে সঙ্গে গানটা নিচ্ছি বলেছিলাম।’
কণ্ঠশিল্পী আর যোগ করেন, ‘গান করার সময় আশা করে থাকে যেন একটা ভাল পর্যায় পর্যন্ত গানটা যায়। তবে দুষ্টু কোকিল গানটা দ্রুত সবার মাঝে ছড়িয়ে পরে। ক্যারিয়ারে অনেক অনেক হিট গান প্রকাশ হয়েছে তবে এবার প্রথম ট্রেলার প্রকাশ হওয়ার পরেই গান হিট হয়ে গেছে। পরে গান প্রকাশ হয়েছে।’
তাহলে এই এক গানের কারণেই কনা ভাইরাল? – জানতে চাইলে কণ্ঠশিল্পী বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির মাঝে বসবাস করছি আর এ ধরনের শব্দ এড়িয়ে যেতে পারি না। তাই আমরা এখন বলতে এ গানটা ভাইরাল। যেটা বেশি বেশি মানুষের মুখে মুখে থাকছে ওটাকে ভাইরাল বলছি। কিন্তু, আমি এভাবে ভাইরাল বলে বলে অভ্যস্ত না। যেহেতু আশেপাশে সবাই বলতে সেহেতু আমরা এখন ভাইরাল বলতে পারি।’
উল্লেখ্য, চরকি ও আলফা আই ও এসভিএফের যৌথ প্রযোজনার ‘তুফান’ সিনেমা তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশে।