দেশের মানুষের প্রয়োজনে জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নীরবতা জনসাধারণের মনে সৃষ্টি করেছে তীব্র ক্ষোভ। এর মাঝেই সাকিবকে হত্যা মামলায় আসামি করা হলে বিষয়টি নিয়ে কষ্ট পাওয়ার ইঙ্গিত দিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
‘গার্মেন্টস কর্মী হত্যা মামলার আসামি সাকিব আল হাসান’- এমন একটি সংবাদের ছবি নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন শাওন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল থেকে বারবার ২/৩ লাইন লিখছি আর মুছে ফেলছি। থাক, মত প্রকাশ করা বাদ দেই, খামোখা নতুন নতুন বিশেষণে বিশেষায়িত হয়ে লাভ কী? বাংলাদেশের পক্ষে দুর্দান্ত সব ইনিংস খেলার এটাই হয়তো পুরস্কার।’
সাকিবকে নিয়ে হুমায়ূনপত্নীর এমন পোস্ট সামনে আসতেই নেটিজেনরা মন্তব্যের ঘরে দেখাচ্ছেন মিশ্র প্রতিক্রিয়া। শাওনও বসে নেই, তিনিও কমেন্টে পাল্টা জবাব দিচ্ছেন।
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘বাকস্বাধীনতার যুগে লিখে মুছেন ক্যান আপু? ছি! তয় কথা হইল এক্স ওয়াইফকে ছেড়ে কথা বলেনি, সেখানে আপনার মতো দুষ্টু শাশুড়ির কী করবে, জানিনে বাপু!’ এই কমেন্টের জবাবে শাওন লিখেছেন, ‘আগে এতো মুছতে হয়নি রে আপু!’
অন্য একজন মন্তব্যকারী আবার লিখেছেন, ‘তার অনেক ভুলভ্রান্তি ছিল, এটা সত্য। তারপরও সে আমাদের দেশের গর্ব। অন্যভাবেও শাস্তি দেয়া যেত, এভাবে নয়।’ এই মন্তব্যের জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘তার অন্য কোনো ভুল হলে সেটার তদন্ত হতে পারতো, তাই বলে হত্যা মামলা?’
এদিকে ২৫ আগস্ট ইতিহাস গড়া এক জয়ের সাক্ষী হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মত এই দলের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এই জয়ের পরপরই শাওন তার ফেসবুক পেজ থেকে আরও একটি পোস্ট করেছেন।
‘হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব’- এমন শিরোনামের একটি সংবাদ শেয়ার করে শাওন মজার ছলে লিখেছেন, ‘স্বার্থপর একটা। এখনও শুধু নিজের লাভ (বিশ্বরেকর্ড) দেখছে!’
‘লাভ’ শব্দটির পাশে অভিনেত্রীর ব্র্যাকেটে লেখা ‘বিশ্বরেকর্ড’ শব্দ দেখে নেটিজেনদের আর বুঝতে বাকি নেই তিনি ইঙ্গিত দিতে চাইছেন। শেষে অভিনেত্রী হ্যাশট্যাগে বাংলাদেশকে অভিনন্দন জানান।
প্রসঙ্গত, ২২ আগস্ট দিবাগত রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর এটিই সাকিবের বিরুদ্ধে প্রথম মামলা। আন্দোলনে সহিংসতা চলার পুরোটা সময় দেশের বাইরে থাকলেও গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। একই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শেখ রেহানা সহ আরও অনেকের নামই আসামিদের তালিকায় উল্লেখ আছে।