অনেক বছর ধরেই পর্দায় নেই চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইন পরিচালিত ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘মাতাল হাওয়া’। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কোনো সিনেমার কাজ। দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত বছরের এপ্রিলে রঙ্গনা প্রথম ধাপের শুটিং শেষ করেছিলেন। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এ ‘গুজবে’ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছিলেন শাবনূর। নির্মাতাও জানিয়েছিলেন, শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। তবু আশা দেখালেও সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাইন।
রঙ্গনা নিয়ে নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে ঠিক কবে নাগাদ শেষ হবে শুটিং, সেই উত্তর দিতে পারছেন না নির্মাতা।
এদিকে মাতাল হাওয়া নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। এর আগে তিনি জানিয়েছিলেন, কোনো তাড়াহুড়ো নেই তার। সময় লাগলেও একটি ভালো কাজ উপহার দিতে চান। নতুন করে নির্মাতা জানালেন, শাবনূরকে তার মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না।
মাতাল হাওয়া নিয়ে চয়নিকা চৌধুরী ২৫ এপ্রিল ফেসবুকে চয়নিকা লিখেছেন, ‘অনেকে আমাকে মাতাল হাওয়া নিয়ে প্রশ্ন করে। মাতাল হাওয়া তার মতোই আসবে, যখন সময় হবে। তাড়াহুড়ো করে কখনোই ভালো কিছু হয় না। অনেক আগেই আমাদের গল্প, স্ক্রিপ্ট, প্রযোজক রেডি। সিনেমাটি হলে যাবার আগে কোনো ক্লিপ, ছবি, লুক কেউ দেখতে পাবে না। এমন কিছু কখনো করব না, যা দেখে দর্শক হাসেন, সমালোচনা করেন, ট্রল করেন। যদি সব ঠিক থাকে, তবেই শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়ে স্ক্রিনে আনব। নয়তো না’।
চয়নিকা চৌধুরী আরও জানিয়েছেন, মাতাল হাওয়ার আগে ‘সখা: দ্য সোলমেট’ নামের সিনেমার কাজ করবেন তিনি। তবে এতে কারা অভিনয় করবেন, তা এখনো জানাননি চয়নিকা।