Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, আগস্ট ২৫, ২০২৫

দুই বিয়ে নিয়ে যা বললেন তানজিন তিশা

এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারো আলোচনায়-সমালোচনায়। গুঞ্জন উঠেছে গোপনে বিয়ে করেছেন তিনি। তাও আবার দুটি বিয়ে। এমনকি তার আছে একটি সন্তানও। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে বিয়ে ও সন্তানের গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন তানজিন তিশা।

মাসখানেক আগে অবকাশযাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির সেই চিত্রও দেখা গেছে। এরই ফাঁকে একটি আড্ডার অনুষ্ঠানের অতিথি হন তিনি। বছরখানেকের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকা চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তিনি। উপস্থাপকের প্রশ্ন ছিল এমন একটি গুজব যা তুমি শুনেছ, উত্তরে তানজিন তিশা বললেন, ‘আমার নাকি দুটি বিয়ে হয়েছে। তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে। আমার একটা বাচ্চা আছে, যা দাদির কাছে আছে। ইনশা আল্লাহ আমি বিয়ে করব। তবে এমনটা শুনে আমি ও আমার পরিবারের সবাই হেসেছি’।

তবে আরেক প্রশ্নের জবাবে তানজিন তিশা জানালেন, তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের জন্য তার পাঁচ বছর সময় লাগবে।

পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান—এই প্রশ্নে তিশা বলেন, ‘ডেফিনিটলি আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব। আমি জানি, সহজে কোনো নারী শিল্পী এই ধরনের কথা বলে না। আমি বলি কারণ, মানুষের পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনও থাকে। এটাকে আমরা এড়িয়ে চলতে পারব না। আজ অথবা আগামীকাল আমাকে বিয়ে করতে হবে। সবাই তো করছে। সবারই একটা ভবিষ্যৎ আছে। সেই জায়গা থেকে যদি আমার ভবিষ্যতের কথা ভাবি, তাইলে বিয়ের ব্যাপারটাই মাথায় আসে।’

এদিকে ঘোরাঘুরি শেষে দেশে ফিরেছেন তানজিন তিশা। শুরু করেছেন নতুন কাজও। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন ভিকি জাহেদ পরিচালিত ‘খোয়াবনামা’ নাটকের। নাটকে তিশার সহশিল্পী তৌসিফ মাহবুব।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার ভোলার চরফ্যাশনে অনুষ্ঠিত হল ‘ইত্যাদি’

মেঘনা-তেঁতুলিয়া নদী বিধৌত অঞ্চলে অবস্থিত দেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী জনপদ চরফ্যাশনে ধারণ করা…

‘প্রিন্স’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান  

শাকিব খানের নতুন সিনেমার ঘোষণা দেয়ার পরে সম্প্রতি ফার্স্টলুকও প্রকাশ করা হয়েছে। সিনেমাটির নাম ‘প্রিন্সঃ…
0
Share