অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন ২৭ জুন। ১৯৮০ সালের পশ্চিমবঙ্গে তার জন্ম। বলা বাহুল্য দুই বাংলাতেই পরম ‘প্রিয়’ সকলের। তাই দুই বাংলা মিলিয়েই তার জন্মদিন হতে যাচ্ছে এ বছর। বাড়িতে তড়িঘড়ি করে জন্মদিন করেই তিনি রওনা হন ঢাকার উদ্দেশ্যে – কারণ ‘আজব’ ! অর্থ্যাৎ ‘আজব কারখানা চলচ্চিত্রের প্রেস কনফারেন্স’।
ওদিকে বিবাহিত পরমেরও প্রথম জন্মদিনও বটে এবার। তার জন্মদিন প্রিয় ‘পিয়া’ময় এবার।
পিয়া জানান, ‘জন্মদিনের আগের রাতটা আমরা একসঙ্গে কাটিয়েছি। বাড়িতেই ছোট আয়োজন করা হয়েছিল। কাছের কয়েকজন বন্ধুবান্ধব এসেছিলেন। সামান্য খাওয়াদাওয়া ও গানবাজনার মধ্য দিয়ে দিনটা কাটিয়েছি আমরা। পরমও এমনভাবেই জন্মদিন পালন করতে খুব ভালোবাসে। এই দিনটির উদযাপন ও কাছের মানুষের সঙ্গে কাটাবে বলেই রেখে দেয়।’
নিজের জন্মদিনের পরিকল্পনা কখনো নিজে পছন্দ করেন না এই অভিনেতা। বন্ধুরা মিলে জন্মদিনের আয়োজন করলেই পরম খুশি। এ দিন কারা আসবেন, কী রান্না হবে, তার সব আয়োজন বন্ধুরাই করেন। গত কয়েক বছর ধরে এমনভাবেই জন্মদিনটা পালন করে আসছেন এই অভিনেতা।
এদিকে জন্মেদিনেই সংবাদ সম্মেলনে বাংলাদেশের মুখোমুখি হচ্ছেন পরমব্রত। উপলক্ষ্য ১২ জুলাই মুক্তি পাচ্ছে সৈয়দা নিগার বানু রচিত, শবনম ফেরদৌসী পরিচালিত চলচ্চিত্র আজব কারখানা, যার মুখ্য চরিত্রে আছেন পরম।