Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৭, ২০২৫

দুই থেকে তিন হতে চলেছেন কিয়ারা-সিদ্ধার্থ

ফরিদুন শাহরিয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছিলেন তিনি সুস্থ সন্তানের জন্ম দিতে চান। অভিনেত্রী হবু মা, এই খবর প্রকাশ্যে আসতেই ভিডিওটি ফের নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিও দেখে অনেক ভক্ত মনে করছেন যে, কিয়ারা যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। সম্প্রতি কিয়ারা আডবানী ঘোষণা করেছেন যে, তিনি এবং তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা তাদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন।  

কিয়ারা আডবানী, কারিনা কাপুর, অক্ষয় কুমার এবং দিলজিৎ দোসাঞ্জের ছবি ‘গুড নিউজ’ প্রচারের সময়ের এক সাক্ষাৎকারের ভিডিও এটি। ভিডিওতে দেখা গিয়েছে ফরিদুন কিয়ারাকে জিজ্ঞাসা করেন, ‘যদি আপনার যমজ সন্তান হয়, তাহলে আপনি কী রকম কম্বিনেশন পছন্দ করবেন? দুটি মেয়ে, দুটি ছেলে, নাকি একটি ছেলে এবং একটি মেয়ে?’ প্রশ্নে কিয়ারা উত্তর দেন, ‘আমি কেবল দুটি সুস্থ সন্তানের জন্ম দিতে চাই যা ঈশ্বর আমাকে উপহার দেবেন’।

কিয়ারা দম্পতির শেয়ার করা ছবি | ছবি: কিয়ারার ইন্সটাগ্রাম

কিয়ারার কথা শুনে মজার ছলে কারিনা বলেন, ‘তুমি সেরার মুকুট পাবে।’ তারপর রসিকতা করে করিনা বলেন যে, কিয়ারার কথা শুনে মনে হচ্ছে মিস ইউনিভার্সের প্রতিযোগীতায় এই উত্তর দিচ্ছেন তিনি। তা শুনে কিয়ারা জানান তিনি একটি মেয়ে এবং একটি ছেলে চান। এরপর, যখন ফরিদুন জিজ্ঞাসা করেন যে তিনি তার মেয়ের মধ্যে কারিনা কাপুরের কোন কোন গুণাবলী দেখতে চান? তখন কিয়ারা উত্তর দেন, ‘ওর মতো আত্মবিশ্বাস, অভিব্যক্তি, ওর সমস্ত গুণাবলী। করিনা ১০-এ ১০।’

পুরনো এই সাক্ষাৎকারের ভিডিওটি এক রেডিট ব্যবহারকারী শেয়ার করেছেন। আর সেখানেই অনেকেই বলেছেন কিয়ারা এবং সিদ্ধার্থের যমজ সন্তান হবে। একজন মন্তব্য করেছেন, ‘যদি ওর যমজ সন্তান হয়, তাহলে তা খুবই মজার হবে’।  

কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে’। ঠিক কবে সুখবর আসছে তা অভিনেতা-নেত্রী জানান নি। কিয়ারার এই পোস্টে আলিয়া ভাট, কারিনা কাপুর, নেহা ধুপিয়া, শিল্পা শেট্টি এবং সোনাক্ষী সিনহা সহ বেশ কয়েকজন তারকা অভিনন্দন জানিয়েছিলেন।

কিয়ারাকে সামনে স্পাই ইউনিভার্সের ‘ওয়ার ২’- সিনেমায় দেখা যাবে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশন। চলতি বছরের ১৪ আগস্ট এই ছবি মুক্তি পেতে চলেছে। তাছাড়াও ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে রণবীর সিংয়ের সঙ্গে তাকে দেখা যাবে। এই বছরের শেষ দিকে শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চিরতরে চৈতন্যকে মুছে ফেললেন সামান্থা রুথ প্রভু

নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জীবনকে নতুনভাবে গুছিয়ে নিয়েছেন সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে, নিজের…

‘চক্কর ৩০২’ সিনেমায় মো করিমের সাথী পুরস্কারজয়ী রিকিতা নন্দিনী শিমু

নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। সম্প্রতি সিনেমাটির পোস্টার ও টিজার প্রকাশ করেছেন…

সৃজিতের সিনেমা থেকে বাদ নায়িকা প্রিয়াঙ্কা সরকার  

সৃজিত মুখার্জির নতুন সিনেমা লহো গৌরাঙ্গের নাম রে থেকে বাদ পড়লেন নায়িকা প্রিয়াঙ্কা সরকার। প্রথমে সিনেমার জন্য…
0
Share