নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন ‘নীল জোছনা’ সিনেমা দিয়ে ১৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ফের সিনেমার পর্দায় ফিরছেন শূন্য দশকের পরিচিত মুখ অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সুখবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
‘নীল জোছনা’ সিনেমা দিয়ে এপার বাংলার সিনেমায় ওপার বাংলার পাওলি দামের অভিনয় করার কথা জানা গিয়েছিল কিছুদিন আগেই। এবার মিললো নতুন খবর, ৫ জুলাই থেকে পুরোদমে শুটিং শুরু করতে যাচ্ছেন শাওন।
সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে শাওন জানিয়েছেন, ‘অনেকটা দিন আমি নিজেই অভিনয় করতে চাইনি। এই সময়ে সিনেমার প্রস্তাব এলেও রাজি হয়নি। কিন্তু মাস দুই হলো রাজি হয়েছি। আর নীল জ্যোছনায় অভিনয়ের প্রধান কারণ এর চিত্রনাট্য। চরিত্রটিও আমার ভালো লেগেছে। এছাড়া যে থিমে এটি নির্মিত হবে, সেটিও বেশ ভালো লেগেছে।’
অভিনেত্রী আরও জানান, দীর্ঘ ১৬ বছর পর চলচ্চিত্রে নাম লেখালেও আমার অভিনয়ে ফেরা হচ্ছে ১৩ বছর পর। সবশেষ ২০১১ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘স্বর্ণকলস’ নাটকে অভিনয় করেছিলাম আমি।’
সরকারি অনুদানে নির্মিতব্য ‘নীল জোছনা’ সিনেমার কাহিনি প্যারাসাইকোলজি বিষয়ক। লেখক মোশতাক আহমেদের উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে এটি।
এই সিনেমায় শাওন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এফএস নাঈম প্রমুখ। তাছাড়া পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম তো থাকছেনই।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে সংস্কৃতি জগতে আগমন মেহের আফরোজ শাওনের। ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসা। সর্বশেষ ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় দেখা গেছে তাকে।