Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ৩০, ২০২৪
Your Image

দীপ্ত প্লে’র ২০২৩- নামা ও ২০২৪ এর পরিকল্পনা

ছবি: সংগৃহীত

◼ যেমন গেল ২০২৩

২০২৩ জুড়ে নানা ধরনের কন্টেন্টের দেখা মিলেছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে। বছরজুড়েই বৈচিত্র্যময় কন্টেন্টের জন্য আলোচনায় ছিলো দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’। ইতোমধ্যেই দর্শক মহলে নিজেদের স্থান পাকাপোক্ত করে নিয়েছে দীপ্ত প্লে। ২০২৩-এ কন্টেন্ট লিস্টে ছিলো অরিজিনাল ফিল্ম, ওয়েব সিরিজ, ডাবড সিরিজ, মেগা সিরিয়াল, এক্সক্লুসিভ মুভি, একক নাটক, ডকুমেন্টারি ও আরো অনেক কিছু। শুধুমাত্র কন্টেন্ট প্রচার নয়, দর্শকদের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে দীপ্ত প্লে’র কন্টেন্টগুলো।

◼ ২০২৪-এ ‘দীপ্ত প্লে’

ওটিটির প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো: আবু নাসিম বলেন, নতুন বছরের শুরুতে দীপ্ত প্লেতে থাকছে প্রথম অরিজিনাল ড্রামা সিরিজ “হৃদমাঝারে”। অরিজিনাল ফিল্ম: ভৌতিক গল্প পছন্দ করেন এমন দর্শকের জন্য আসছে অরিজিনাল ফিল্ম “মায়া” ও “বিভাবরী”। নারীর প্রতি সহিংসতার ভিন্ন রূপ নিয়ে আসছে অরিজিনাল ফিল্ম “হাইড এন সিক”। সমাজের তিন শ্রেণির মানুষের নানা সংকট নিয়ে নির্মিত হয়েছে অরিজিনাল ফিল্ম “ত্রিভুজ”। একই গল্পে প্রেম ও মিস্ট্রি এক সুতোয় গাঁথা থাকে! তেমনি এক অরিজিনাল ফিল্ম “ইউ.এস.ও স্যার” আসছে দীপ্ত প্লে-তে। আসছে অরিজিনাল ফিল্ম “র‌্যাগিং”। শুধুমাত্র শিক্ষাব্যবস্থার সমস্যা খুঁজে বের করা না, সমাধানের পথ খুঁজে বের করা হবে এই ফিল্মে নতুন আঙ্গিকে। সাথে আরো আসছে অরিজিনাল ফিল্ম অপরাধী, আনোয়ার, পয়জন এবং হাফমুন।

◼ ডাবড সিরিজ

খুব দ্রুত দীপ্ত প্লে’তে যুক্ত হচ্ছে নতুন ডাবড সিরিজ। ব্যান্ড সঙ্গীত, প্রেম ও তারুণ্যে ভরা গল্প নিয়ে আসছে ডাবড সিরিজ “লেট মি বি ইওর নাইট”। আসছে দ্বন্দ্ব থেকে শুরু হওয়া অদ্ভুত প্রেমের গল্প নিয়ে নির্মিত ডাবড সিরিজ “তুমি আছো সবখানে”। একই সাথে প্রেমে ব্যর্থ হওয়া দুই প্রেমিক- প্রেমিকার আবারো প্রেমে পড়া এবং তা থেকে জীবনের অর্থ খুঁজে পাওয়ার গল্প নিয়ে আসছে ডাবড সিরিজ ‘ভালোবাসা ফিরে এলো’।

◼ মেগা সিরিয়াল

পুরোনো মেগা সিরিয়ালগুলোর দর্শকপ্রিয়তা দীপ্ত প্লে’তে আসছে মেগা সিরিয়াল “বিজলি রবিনহুড”। শহুরে ধনী বেয়াড়াদের শাস্তি আর দরিদ্রদের সাহায্য করতে এবার আসছে নতুন এক রবিনহুড। আসছে দুই সময়ের দুই চরিত্রকে নিয়ে মেগা সিরিয়াল “ফুলবাহার’। বাঙালির ভোজনরসের সাথে প্রতিশোধের অদ্ভুত যোগসাজশে আসছে “লবঙ্গভোজ”। দর্শকনন্দিত মেগা সিরিয়াল “খলনায়ক” এর ২য় সিজন শীঘ্রই আসছে দীপ্ত প্লে’তে। অন্যদিকে রবীন্দ্রনাথের ধ্রুপদী ছোটগল্পের অনুপ্রেরণায় নির্মিত মেগা সিরিয়াল “দেনা পাওনা”র দেখা মিলবে খুব দ্রুতই।

দীপ্ত প্লে ২০২৪-এ হবে আরো অনন্য। আরো সমৃদ্ধ। দীপ্ত প্লে মানেই প্রতিদিন নতুন কন্টেন্ট।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ভিকির পরিচালনায় আসছে রহস্যময় নাদিয়া-ফারিণ

দীর্ঘদিন পরে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-তে শর্টফিল্ম নিয়ে ফিরছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘একটি খোলা জানালা’ শিরোনামের…

শাশ্বত চট্টোপাধ্যায়ের বাংলাদেশের সিরিজে অভিষেক

বাংলাদেশে অভিষেক করতে চলেছেন পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘কারাগার’ খ্যাত বাংলাদেশি…

দীপ্ত প্লেতে ডাবিং সিরিজ ‘গাইবো তোমার জন্য’

২০২৪ সালের ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র আয়োজনের মাঝে রয়েছে দক্ষিণ কোরিয়ান সিরিজ। ঈদের দিন…
0
Share