সম্প্রতি ‘দ্য শিফট’ নামের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম বিশ্বের প্রভাবশালী ৯০ নারীর একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে নাম উঠেছে আন্তর্জাতিক তারকা সেলেনা গোমেজ, অ্যাঞ্জেলিনা জোলি, বিলি আইলিশদের পাশে এক ভারতীয় মুখ দীপিকা পাড়ুকোন।
তালিকায় আরেকজন ভারতীয় আছেন—প্রতিভাবান নির্মাতা জোয়া আখতার। তবে দীপিকার জন্য এটা কেবল আরেকটি অর্জন নয়। এটা তাঁর জন্য দায়বদ্ধতার এক নতুন মাত্রা। রবিবার ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন দীপিকা। লেখেন, “‘দ্য শিফট আমাদের ভবিষ্যৎ গঠনকারী ৯০ জন কণ্ঠকে সম্মান জানিয়েছে। এ সম্মান আমার কাছে গর্বের। আমি কৃতজ্ঞ।
তবে দীপিকার কাছে সফলতা মানে কেবল পেশাগত স্বীকৃতি নয়।তিনি লিখেছেন, “‘আমার কাছে সফলতা মানে শুধু কাজের স্বীকৃতি নয়। মানসিকভাবে ভালো থাকা, আত্মসচেতন থাকা। শৃঙ্খলাবোধ ও চারিত্রিক দৃঢ়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি সেই মানুষদের পাশে থাকতে, যারা ধৈর্য ও সততার মূল্য বোঝে।’”
নিজের অভিজ্ঞতা থেকে শেখা দীপিকা, ক্যারিয়ারে অনেক উত্থান-পতন পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছেন। তাঁর অন্যতম পরিচয়—একজন সোচ্চার কণ্ঠস্বর। মানসিক স্বাস্থ্য নিয়ে যখন বলাটা ছিল ট্যাবু, তখনই তিনি গড়েছেন ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। উদ্বেগ, বিষণ্নতা, এমনকি আত্মহত্যাপ্রবণতা—যা নিয়ে তিনি নিজেও লড়েছেন—তা নিয়ে আজ কাজ করছে তাঁর ফাউন্ডেশন, শুধু ভারতে নয়, আন্তর্জাতিক পরিসরেও।
এই মাসেই আরো একটি বড় খবর হল , দীপিকার নাম উঠেছে ‘হলিউড ওয়াক অব ফেম’-এর তালিকায়। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই সম্মান পেলেন তিনি।
আর অভিনয়েও দীপিকা একদম গতি থামাননি। এখন তিনি শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সামনে আরও বড় স্কেলে আসছেন—আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত একটি প্যান ইন্ডিয়া প্রজেক্টে অভিনয় করবেন। আর ডিসেম্বরে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ‘কল্কি ২’-এর কাজ। দীপিকা যেন শুধু এক অভিনেত্রী নন—তিনি হয়ে উঠেছেন লক্ষ নারীর সাহস আর প্রতিচ্ছবি।