‘১৮তম-চ্যানেল আই-সানসিল্ক মিউজিক এ্যাওয়ার্ডস’- এ দামাল সিনেমার জন্য গান লিখে পুরস্কার পেলেন রাসেল মাহমুদ। তিনি দারুণ উচ্ছাসিত এই অর্জনে।
প্রথমবারের মত নমিনেশন পেয়ে পুরস্কার ঘরে তোলাকে স্বপ্নের মত মনে হয়েছে তার। একারণে তিনি ধন্যবাদ জানিয়েছেন সকল শুভাকাঙ্ক্ষী ও দামাল ভক্তদের।
যে গানটির জন্য তিনি সম্মানিত হলেন সেটি হলো, ‘রাখো সাহস বুকে, জয় দেখো খুব কাছে.. মাখো লাল-সবুজ হৃদয়ে, জিদ আছে তো জিত আছে..’।
‘স্বপ্ন যাবে বাড়ি’ জিঙ্গেল লিখে বিজ্ঞাপনী সংস্থার সৃজনশীল মানুষ রাসেল মাহমুদ রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেন গীতিকার হিসেবে। সম্প্রতি ‘ও টাকা তুই আমার’ আইটেম সংটি লিখে ফের আলোচনায় আসেন তিনি। এটি ‘সুড়ঙ্গ’ সিনেমার একটি আইটেম সং। যাতে পারফর্ম করতে দেখা গেছে নুসরাত ফারিয়া ও আফরান নিশোকে।
চিত্রালী এর আগেও সম্ভাবনাময় এই গীতিকারের সাথে আলাপ জমিয়েছিল। তখন তিনি জানান, গান লেখাটা ভালোবাসা থেকেই হয়ে যায়। কারণ তিনি শব্দেরই মানুষ।