না, অস্কার নয় তবে স্মরণকালের ভয়াবহ দাবালনে বাতিল ঘোষণা হয়েছে অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ আয়োজনটি।
হলিউড রিপোর্টারের খবরে, অস্কার প্রদানকারী সংস্থাটি জানিয়েছেন, তারা বর্তমান পরিস্থিতির কারণে অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ বাতিল করছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস একই সঙ্গে মনোনয়নের ঘোষণা সম্পূর্ণ অনলাইনে করারও সিদ্ধান্ত নিয়েছে।
অস্কার অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং গণমাধ্যমটিকে জানিয়েছেন, ‘বর্তমানে ভালো নেই হলিউড। দাবানলের প্রভাব এবং আমাদের কমিউনিটির অনেকের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমরা সবাই বিধ্বস্ত। একাডেমি সবসময় চলচ্চিত্র শিল্পের মধ্যে একতা আনার কাজ করেছে। আমরা এই কঠিন সময়কে কাঁধে কাঁধ রেখে পার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আগামী ২৩ জানুয়ারি ভার্চুয়াল ইভেন্টে অস্কার ফাইনালিস্টদের নাম ঘোষণা করা হবে। এরপর ২ মার্চ ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসর। চটকদার প্রিমিয়ার, গালা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সব মিলিয়ে একেবারে জমজমাট থাকে অস্কার। তবে এমন একটি শহর, যা টিভি এবং চলচ্চিত্রে কাজ করে এমন ৬ লাখ লোকের আবাসস্থল, সেই শহরের এমন বিপর্যয়ের ছাপ এবার অস্কারেও পড়বে।