বর্তমান সময়ের সবথেকে আলোচিত বলিউড তারকাদের একজন সাইফ আলী খান কন্যা সারা আলী খান। সাম্প্রতিক সময়ে তাকে দেখা গেল দশাস্বমেধ ঘাটে। সাদা সালোয়ার-কামিজ আর ওড়নায় সাদাসিধে সাজ। মাথায় টিকা, হাতে আরতির থালা। শনিবার রাতে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে ঠিক এই বেশেই দেখা মিলল সারা আলি খানের। স্থানীয় ভক্তদের সঙ্গে বসেই পুজো-অর্চনা করেন তিনি। চোখ বুজে মনোযোগ দিয়ে প্রার্থনা করার সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
বলিউড অভিনেত্রী সারা আলি খানকে প্রায়ই মন্দিরে পুজো দিতে দেখা যায়। কেদারনাথে নিয়মিত যাওয়া তার পুরনো অভ্যাস। এজন্য বহুবার সমালোচনার মুখেও পড়েছেন, তবে সেগুলোকে কখনোই গুরুত্ব দেননি তিনি। সম্প্রতি গণেশ চতুর্থীতেও পুজো করতে দেখা গিয়েছিল তাকে।
সারার অভিনয়জীবন শুরু হয়েছিল ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে, যা বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। সেই থেকেই কেদারনাথের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে তার।
বর্তমানে তিনি ব্যস্ত আছেন ‘পতি পত্নী অউর উও ২’ ছবির শুটিংয়ে, যা চলছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। কিছুদিন আগে এই শুটিং ইউনিটকে ঘিরে স্থানীয়দের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও তৈরি হয়েছিল। অভিযোগ, কলাকুশলীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং হাতাহাতিও ঘটে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর স্থানীয়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানায় অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।
মুদাসসির আজিজ পরিচালিত ছবিটিতে সারা ও আয়ুষ্মান খুরানার সঙ্গে অভিনয় করছেন ওয়ামিকা গব্বি। প্রথম পর্বে ছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকর।
সিনেমার পাশাপাশি তার সাম্প্রতিক ছবি আলোচনার ঝড় তুলেছে নেটিজেন দুনিয়াতে। বলিউড ফ্যানদের একটা বড় অংশ এই ঘটনা টাকে পজিটিভলিই দেখছেন।