গেলো বছরের ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। মুক্তিযুদ্ধের গল্পনির্ভর এই ছবি দেশের দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলতে সক্ষম হয়। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। যার ফলে বিদেশী দর্শকদের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন হৃদি।
মূলত বাংলাদেশ ও কলকাতার সিনেমা নিয়ে আয়োজিত লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী শো হিসেবে প্রদর্শিত হয়েছে ১৯৭১ সেই সব দিন’। উৎসবে অংশ নিয়েছেন হৃদিও। লন্ডন থেকে তিনি জানান, ‘আমার পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ১৯৭১ সেই সব দিন লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এটা আমার জন্য যেমন আনন্দের সংবাদ, একইভাবে বাংলাদেশের সিনেমার জন্যও সুসংবাদ।’
সিনেমাটির জন্য দর্শকদের সাড়া পাওয়া নিয়ে হৃদি বলেন, ‘দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। বাঙালি দর্শক ছাড়াও অনেক ব্রিটিশ দর্শক এসেছিলেন উৎসবে। ব্রিটিশ দর্শকরাও ১৯৭১ সেইসব দিন সিনেমা দেখে প্রশংসা করেছেন।’
এরপরই তিনি যোগ করেন, ‘লন্ডনে ১৯৭১ সেই সব দিন দেখে অনেক দর্শক কেঁদেছেন। আবেগ ধরতে রাখতে পারেননি। আমিও আবেগপ্রবণ হয়েছি।’
প্রসঙ্গত, ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন একঝাক তারকা। তাদের মধ্যে রয়েছেন ফেরদৌস আহমেদ, সজল নূর, লিটু আনাম, সানজিদা প্রীতি, হৃদি হক প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন কলকাতার দেবজ্যোতি মিশ্র।