মুম্বাইতে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো একটি ফিল্ম ফেস্টিভ্যাল, যার আয়োজক থাইল্যান্ডের ট্যুরিজম বিভাগ।
কর্তৃপক্ষ থাইল্যান্ড ফিল্ম অফিসের মাধ্যমে ‘ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমা’য় এর আয়োজন করা হয়েছে। মূলত পর্যটক ও সিনেমা নির্মাতাদের আকর্ষণ করতেই এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে কর্তৃপক্ষ।
মুম্বাইয়ে থাই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক রয়্যাল থাই কনস্যুলেট জেনারেল, ডিপার্টমেন্ট অব ইনফরমেশন অব দ্য মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স ও ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন।
একটি সূত্রে প্রকাশিত, ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩৫টি ভারতীয় সিনেমার শুটিং হয়েছে থাইল্যান্ডে। এর বাজেট ছিল প্রায় ২৬ কোটি ৫০ লাখ বাথ। যা থাইল্যান্ডের বিদেশী মুদ্রা আয়ের দ্বিতীয় বৃহত্তম ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
থাইল্যান্ডের ট্যুরিজম বিভাগের প্রধান জাতুরো ফাকরিওয়ানিচ এই আয়োজন নিয়ে জানিয়েছেন, ‘ভারতের সিনেমার বাজার বিশাল ও দর্শক আছে। কেবল সিনেমা নয়, আছে সিরিজ ও অন্যান্য বিনোদন মাধ্যম। এসব সিনেমার একটা বড় অংশ এখন শুট হয় থাইল্যান্ডে। এটি আমাদের জন্য বড় একটা সুযোগ।’
উল্লেখ্য, ‘কহো না পেয়ার হ্যায়’ থেকে শুরু করে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’সহ অসংখ্য সিনেমার শুটিং স্পট হিসেবে পর্দায় বারবার সামনে এসেছে থাইল্যান্ড। তারকাদের প্রিয় হলিডে স্পটও এই দেশটি।