Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

তৃতীয় বিয়ে গুঞ্জন আমির খানের

প্রাক্তন দুই স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাও এর সাথে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমির খানের। সম্প্রতি তার মায়ের জন্মদিনে অন্য স্বজন ও অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন দুই স্ত্রী । তবে এরই মধ্যে গুঞ্জন উঠেছে, তৃতীয় বিয়ে করছেন আমির খান।     

বলিউড সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ী নারীর প্রেমে পড়েছেন আমির খান। এই সম্পর্ক নিয়ে পরিবারের সবার সঙ্গে আলাপও হয়েছে বলে জানা যায়। যদিও গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় বলা হয়নি। তবে সূত্রগুলো জানিয়েছে, বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে পরিবারের সদস্যরা সবাই পছন্দ করেছেন। এখন শুধু সেই নারীর সঙ্গে জীবনের নতুন পথচলা শুরুর অপেক্ষা!  

তৃতীয় বিয়ের গুঞ্জন আমিরের | ছবি: ফেসবুক

আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বহুদিন ধরেই বলিউডে চলছিল নানা গুঞ্জন! কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী ফাতিমা সানাকে নিয়ে ছিল সেই গুঞ্জন। আমিরের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গিয়েছিল ফাতিমাকে।  

তবে সম্পর্কের গুঞ্জনে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি আমির খানের মধ্যে। এর অন্যতম কারণ হলো সম্পর্কের প্রতি দায়িত্বশীলতা ও সম্মান। বিচ্ছেদের দীর্ঘ সময় পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। প্রথম স্ত্রী রিনা দত্ত বা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও—দুজনের ক্ষেত্রেই বন্ধুত্বটা অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুই দিন দেখাও করেন তিনি। নেই বিচ্ছেদের তিক্ততাও। প্রেম নিয়ে ৫৯ বছরে আমির খান এখনো অকপটেই বলেন, ‘আমার দুই স্ত্রীকে জিজ্ঞেস করুন আমি কতটা রোম্যান্টিক।’

১৯৮৬ সালে প্রথম বিয়ে করেছিলেন রিনা দত্তকে। তাদের দুই সন্তান জুনাইদ ও ইরা। শোনা যায়, আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে। ‘লাগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন আমিরের প্রথম স্ত্রী। সেই সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন আমির। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে বিচ্ছেদের ঘোষণা দেন আমির-কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান তারা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অ্যাকশনে যাচ্ছেন বিরহরাজ বাপ্পারাজ

বাংলা সিনেমায় বিরহের অপর নাম নায়ক বাপ্পারাজ। মাঝেমধ্যেই তার নানান বিরহের দৃশ্যগুলো সোশ্যালমিডিয়ায় ভাইরাল হলে…

পডকাস্ট শো’তে পরিচালকদের সম্মান জানাবেন আলমগীর

সবাই তাকে দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী বলেন। তবে বাংলা চলচ্চিত্রের এই মহাতারকা নিজেকে একজন অভিনেতাই ভাবেন। তিনি…
0
Share