পরিচালক রায়হান রাফি ও ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’সিনেমার সাফল্যের পর আসছে এই জুটির আরেকটি সিনেমা।
২০২৫ সালের ঈদে সিনেমা হলে মুক্তি পেতে পারে ‘তুফান ২’ এমন ধারনাই ছিল শাকিবভক্তদের। কিন্তু সেটি হচ্ছে না বলে শাকিব খান নিজেই জানিয়েছেন আগেই। তবে শাকিব-রাফি জুটি এরইমধ্যে এক হয়েছেন নতুন সিনেমার জন্য। ঢালিউডের জোর গুঞ্জন রাফির ‘তাণ্ডব’ নামের নতুন একটি সিনেমায় দেখা যাবে শাকিবকে।
গত ৩০ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, ‘শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে, যেটির নাম ‘তাণ্ডব’। এর পরিচালক রায়হান রাফি।’
তাই বলা যেতেই পারে ২০২৫ সালের ঈদুল আজহায় রাফির নেতৃত্বে ‘তাণ্ডব’ ঘটাবেন মেগাস্টার শাকিব খান।
এদিকে, ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে শাকিব খানের রূপালি পর্দায় বছরের শেষ চমক ‘দরদ’ । সিনেমায় তার বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির পরিচালক অনন্য মামুন।