জীবনের কঠিন সময় পার করছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথমে স্বামী, পরে মেয়ের অসুস্থতায় নিজের বিশেষ দিনটিকে উদযাপন করতে অভিনেত্রী ভুলে গেলেও ভোলেননি তার সহকর্মী ও বন্ধু অভিনেতা চঞ্চল চৌধুরী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী তিশার সাথে নিজের পুরনো একটি ছবি পোস্ট করে চঞ্চল লিখেছেন, ‘শুভ জন্মদিন তিশু। অনেক ঝড় বইছে জানি, সব ঠিক হয়ে যাবে।’ আর এমন অভয় দেওয়া শুভেচ্ছায়, কমেন্টে ধন্যবাদ জানিয়েছেন তিশা।
১৯৯৭ সালে অনন্ত হীরার ‘সাতপেড়ে কাব্য’ নাটকে শিশুশিল্পী হিসেবে শখের বশে অভিনয়ের জগতে পদার্পণ নুসরাত ইমরোজ তিশার। ২০০৩ সাল থেকে অভিনয় ও মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। নিজের গুনে অল্প সময়ে দর্শক মনে জায়গা করে নেন তিশা।