তিন দিন ধরে অর্থাৎ গেল ১৬ জুন থেকে বুকের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান ভারতীয় অভিনেত্রী সন্ধ্যা রায়।
অভিনেত্রীর দায়িত্বরত চিকিৎসকের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছেন, ১৬ জুন আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হয় সন্ধ্যা রায়কে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক নিবিঢ় পর্যবেক্ষণে ভর্তি করা হয় তাকে।
হাসপাতাল সূত্রের খবরে, সন্ধ্যা রায়ের চিকিৎসার জন্য তিন চিকিৎসকের একটি বোর্ড গঠন করা হয়েছে। ভর্তির পরই রক্ত পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে। হয়েছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি। সর্বক্ষণ তিন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন আশির দশকের প্রথম সারির অভিনেত্রী সন্ধ্যা রায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘অশনি সংকেত’, ‘ঠগিনি’, ‘পলাতক’, ‘মায়া মৃগয়া, ‘বাবা তারকভোলা’, দাদার কীর্তি’, ‘ছোট বউ’, ‘ফুলেশ্বরী’ ইত্যাদি।