ঢালিউডের অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে আদালত।
২৫ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তারিখটি পেছানো হয়। এদিনই দাখিল করার কথা ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করতে না পারায় আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেন।
জানা গেছে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর অনন্ত জলিলের প্রতারণা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছে আদালত।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর শাফিল নাওয়াজ চৌধুরী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে অনন্ত জলিলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার অভিযোগ- ২০২২ সালের ১৭ অক্টোবর পলো কম্পোজিট কোম্পানি বাদীর কাছে গার্মেন্টস সম্পর্কিত কিছু কাজের জন্য অর্ডার দেন। তারপর বাদী কাজ শুরু করে কাজের বিপরীতে প্রতিশ্রুত টাকা চান। তখন আসামিরা কাজ চালিয়ে যেতে বলেন এবং জানান, তারা এলসির মাধ্যমে টাকা দেবেন ।
তবে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত এভাবে অনন্ত জলিলের কোম্পানি বাদীর কাছ থেকে কাজ বুঝে নিলেও কোনও টাকা পরিশোধ করেননি। পাওনার পরিমাণটি প্রায় ২৯ হাজার ২০০ ডলার। এতগুলো টাকা পরিশোধ না করায় অনন্ত জলিলসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা ঠুকে দেন শাফিল।
শাফিলের করা মামলায় অনন্ত জলিল ছাড়া অন্য অভিযুক্তরা হলেন- জাহানারা বেগম, মো. শরীফ হোসাইন, সাকিবুল ইসলাম, মিলন ও শহিদুল ইসলাম। তারা সবাই অভিনেতার কোম্পানিতে বিভিন্ন পদে চাকরি করেন।