কামব্যাক বড় হোক বা ছোট, যদি তা পায় সাফল্য- তবে তো মধুরই বটে। ২০২৩ সালের ডিসেম্বরে অভিনেতা ববি দেওলের এমনই এক কামব্যাক নিয়ে ভারত তো বটেই, তোলপাড় এই বাংলাদেশেও। তারকাদের এমনই ‘ধামাকা’ ফেরা নিয়ে চিত্রালীর এই স্পেশাল আয়োজন।

তারকাদের ‘ধামাকা’ ফেরা
মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩