বরবাদের পর ঈদে আসছে শাকিব খানের সিনেমা ‘তান্ডব’। এখন শেষ মুহূর্তের শুটিং চলছে সিনেমাটির। আশি ভাগ অংশের দৃশ্যধারণ শেষ বলেই জানা গেছে। তবে বাকি রয়েছে সিনেমার একটি গান ও ক্লাইম্যাক্স অ্যাকশন দৃশ্যের কিছু অংশ।
এতে অংশ নিতে আজ শুক্রবার সকালের একটি ফ্লাইটে দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দেন সিনেমাটির নায়ক শাকিব খান। তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরাও।
জানা গেছে, শ্রীলঙ্কায় এক সপ্তাহ থাকবেন শাকিব। শুটিং শেষ করে আগামী সপ্তাহেই ফিরে আসবেন দেশে। আরো জানা গেছে, দু-একদিনের মধ্যে সিনেমাটির অফিশিয়াল টিজার উন্মুক্ত করা হবে।
রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। এতে আরও অভিনয় করছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেন প্রমুখ।