Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

তানযীমুল উম্মাহ’র ১২তম হিফযুল কুরআন উৎসব অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ’র ১২তম হিফযুল কুরআন উৎসব অনুষ্ঠিত | ছবি: ইভেন্ট

পবিত্র কুরআনের হাফেযদেরকে উৎসাহ দিতে ও তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেলো তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে ১২তম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৪। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আসর বসেছিল এ অনুষ্ঠানের। যেখানে তিনটি সেশনে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত শাখাগুলোর ১২৩৪ জন হাফেজ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, পাগড়ি/স্কার্ফ, অ্যাওয়ার্ড ব্যাগ দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পিতা-মাতাদেরও সম্মাননা দেয়া হয়।

১২ মে সকাল থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ইসলামী চিন্তাবিদ, কুরআন গবেষক ও হাজারো হাফেযদের পদচারণায় চলে কুরআন উৎসবের বর্ণাঢ্য আয়োজন। শিক্ষার্থীরা সকাল থেকেই তাদের অভিভাবকদের হাত ধরে ভেন্যুতে আসতে শুরু করে। শিক্ষার্থীদের বেশিরভাগই ছিল পবিত্র কুরআনের হাফেয।

অনুষ্ঠানে হাফেয ছাত্রদের পরনে ছিল সাদা জুব্বা। আর মাথায় ছিল সাদা পাগড়ি। অপরদিকে হাফেয ছাত্রীদের পোশাকে ছিল আকাশের নীল ও সাদার কম্বিনেশন। সবার কাঁধে তানযীমুল উম্মাহর নাম ও লোগো সংবলিত উত্তরীয় দেখা যায়। মনে হচ্ছিলো এ যেন এক সুশোভিত কুরআনিক ফুলের বাগান।

অনুষ্ঠানস্থলটি সাজানো হয়েছিল বর্ণিল সাজে। সুবিশাল আয়তনের আইসিসিবি হলরুমের শোভাবর্ধন করেছে কুরআন-হাদিসের বাণীতে, রংবেরঙের অত্যাধুনিক ডিজাইনের ব্যানার-ফেস্টুন দিয়ে। শিক্ষার্থীদের কণ্ঠে মনোমুগ্ধকর হামদ-নাত ও ইসলামী সংগীত, বক্তৃতা, আলোচনা, কবিতা আবৃত্তিসহ চমৎকার পরিবেশনা সকলের মন কাড়ে।

তানযীমুল উম্মাহর কুরআন উৎসবে বিশিষ্ট আলেমগণ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাফেয ড. এ. বি. এম হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাদিলাতুশ শায়খ সাইয়েদ কামাল উদ্দীন জাফরী।

আরও যারা ছিলেন, তারা হলেন- চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মাসজিদের খতিব সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ জাবেরী আল-মাদানী, তামীরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি ড. আবু ইউসুফ খান, বাইতুল মোকাররম জাতীয় মাসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান, তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, সোবহানবাগ জামে মসজিদের খতিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহ ওয়ালীউল্লাহ, উত্তরা কেন্দ্রীয় জামে মাসজিদের খতিব বিশিষ্ট ইসলামিক স্কলার ড. রফিকুল ইসলাম মাদানী, বিশিষ্ট ইসলামিক স্কলার শামীম সাঈদী, মিসবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল ফাদিলাতুশ শায়খ মুহাম্মাদ শাজাহান আল মাদানী, আন্তর্জাতিক ক্বারি আহমাদ বিন ইউছুফ, বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মীর মাঞ্জুর মাহমুদ, খুলনা বিএল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ ন ম আব্দুল কুদ্দুস, লেকচার পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান।

এছাড়াও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ, মুহাম্মাদ আব্দুল আলীম, সিনিয়র ডিরেক্টর আ ন মু রাশিদুল ইসলাম সায়েম, মো. আসলাম মিয়া, ডিরেক্টর মুহাম্মাদ হাবীবুল্লাহ আল-আমিন, আ খ ম মাসুম বিল্লাহ, এইচ এম আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান ফেরদৌস, নুরুল আবছার ভূঁইয়া, এম এম রবিউল ইসলাম, মো. সাইয়েদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, শাখা প্রধান, শাখা সহকারী, আমিনুল হিফয, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোরিয়ায় মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম

দক্ষিণ কোরিয়ার ইনচিওন শহরে অবশেষে নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করলেন জনপ্রিয় ইউটিউবার এবং ধর্মপ্রাণ মুসলিম দাউদ…
0
Share