তাণ্ডবের আরমান মনসুরকে নিয়ে পুর্ণাঙ্গ ছবির ইঙ্গিত দিলেন সিয়াম
গত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ছবি ‘তাণ্ডব’ দর্শক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবিতে শাকিব খানের পাশাপাশি বিশেষ ক্যামিও চরিত্রেও নজর কেড়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। বিশেষ করে সিয়ামের চরিত্র আরমান মনসুর দর্শকের কাছে আলাদা কৌতূহলের সৃষ্টি করেছে। তাণ্ডবের আরমান মনসুরকে নিয়ে পুর্ণাঙ্গ ছবির ইঙ্গিত দিলেন সিয়াম । দর্শক-ভক্তদের কৌতূহল আরও বাড়ালেন এই জনপ্রিয় অভিনেতা।
সাদা চোখা ভয়ংকর লুকে ধরা দেওয়া সিয়ামকে এ ছবিতে নতুনভাবে আবিষ্কার করেন দর্শকরা। ধনকুবের বাবার বেপরোয়া ও হিংস্র ছেলে হিসেবে তার উপস্থিতি ছবিতে ভিন্ন মাত্রা যোগ করে। পরিচালক রায়হান রাফী চরিত্রটি নির্মাণ করেন এমনভাবে, যা অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলে।
চরিত্রটি নিয়ে ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমী দর্শক ও তারকারা দাবি তুলেছেন, আরমান মনসুরকে ঘিরে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা হোক। পরিচালকের কাছ থেকেও পাওয়া গেছে সেই আভাস। এবার সরাসরি ইঙ্গিত মিলল সিয়াম আহমেদের কাছ থেকে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সিয়াম জানান, পরিচালক তাকে জানিয়েছেন আরমান মনসুর চরিত্রটি শুধু ‘তাণ্ডব’-এ ঝলক দেখানোর জন্য আসেনি। ভবিষ্যতে এই চরিত্রকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ছবি নির্মাণের সম্ভাবনা রয়েছে। সিয়ামের ভাষায়, “যদি সেটি হয়, তাহলে ‘তাণ্ডব’ ছিল সেই ছবির একটি টিজার বা ট্রেলার। এরপর মনসুর কী করে, সেটি জানার জন্য আমি নিজেও আগ্রহী।”
এমন মন্তব্যের পর দর্শক মহলে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। বাংলা চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্র উপস্থাপনের দিক থেকে সিয়াম সবসময়ই আলোচিত। তাই আরমান মনসুরকে ঘিরে পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মিত হলে তা বড় প্রত্যাশা জাগাবে—এমনটাই মত দিচ্ছেন সিনেমাপ্রেমীরা।