গেল ঈদের মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘তাণ্ডব’। শাকিব ছাড়াও যে চরিত্র দর্শককে তুমুল আকৃষ্ট করেছে, সেগুলোর মধ্যে অন্যতম ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ। এতে সাদা এক চোখা ভয়ংকর লুকে ধরা দিয়েছেন সিয়াম। আরমান মনসুরের চরিত্রে চেনা সিয়ামকে অচেনা রূপে পর্দায় হাজির করিয়ে এক ভিন্ন মাত্রা যোগ করেছিলেন নির্মাতা রায়হান রাফী।
‘তাণ্ডব’-এ ধনকুবের বাবার বেপরোয়া ও হিংস্র ছেলে আরমান মনসুর হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সিয়াম আহমেদ। দর্শক তো বটেই, তারকারাও এ চরিত্র নিয়ে আলাদা ছবির আবদার জানিয়েছেন নির্মাতাকে। রাফীও দিয়েছেন আশা। এবার সিয়ামের কাছ থেকেও মিলল আভাস।
সিয়াম বলেন, “পরিচালকের কাছে জানতে পেরেছি, আরমান মনসুর শুধু ঝলক দেখাতে আসেনি। যদি পরে এ চরিত্রের পূর্ণাঙ্গ কোনো ছবি আসে, তাহলে ‘তাণ্ডব’ সেটার একটা ট্রেলার বা টিজার। এর পরে মনসুর কী করে, সেটা জানার জন্য আমিও অনেক আগ্রহী।”