ফিরে দেখা ২০২৪ সালের তালিকায় গা ভাসিয়েছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। জানানেল এই বছরের শুরু থেকে শেষ কেমন কাটলো তাদের। আর সেখানে দেখা গেল ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলতি বছরের শুরু থেকেই অগ্রাধিকার পেয়েছে তরুণদের কাজ গুলো।
১১ জানুয়ারি প্রকাশ পায় চরকি অরিজিনাল সিরিজ ‘সিনপাট’। একঝাঁক নবীন মিলে নির্মাণ করেন ৭ পর্বের সিরিজটি। রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে, আঞ্চলিক ভাষায় সিরিজটি নির্মাণ করে দর্শকদের ক্রাইম থ্রিলারের নতুন স্বাদ দেন নির্মাতা মোহাম্মদ তৌকীর ইসলাম। একই পরিচালকের প্রথম সিরিজ ‘সাটিকাপ’–ও প্রকাশ পেয়েছিল চরকিতে। প্রথম সিরিজেই মুন্সিয়ানা দেখিয়েছিলেন এ নির্মাতা। যার প্রিমিয়ার হয় রাজশাহীতে।
বছরটা শেষও হলো তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজ দিয়ে। ১৯ ডিসেম্বর প্রকাশ পায় চরকি অরিজিনাল সিরিজ ’২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’। প্রথম সিজন ‘পেট কাটা ষ’ পায় তুমুল জনপ্রিয়তা, সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে বলেই মনে করেন নির্মাণ সংশ্লিষ্টরা।
এখানেই শেষ নয়, গল্প ও সিনেম্যাটোগ্রাফিতে প্রশংসিত চরকি অরিজিনাল ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজটিও নির্মিত হয়েছে নবীন নির্মাতা কাজী আসাদের পরিচালনায়। মোশাররফ করিম অভিনীত হরর জনরার সিরিজটি নিয়ে দর্শক মহলে ছিল চাপা উত্তেজনা। এটি প্রকাশ পায় ৩১ অক্টোবর।
চিত্রনাট্যকার ও অ্যানিমেশন আর্টিস্ট হিসেবে পরিচিত নির্মাতা সালজার রহমান। তার নির্দেশনায় দর্শকরা দেখতে পেয়েছেন ড্রামা–মিস্ট্রি–সাই–ফাই ঘরানার চরকির অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’।
নতুন ধরনের গল্প এবং নবীন নির্মাতা নিয়ে কাজ করার আরও একটি উদাহরণ হলো চরকি অরিজিনাল ফিল্ম ‘৩৬–২৪–৩৬’। মানুষের শরীরের যে কোনো স্ট্যান্ডার্ড মাপ হতে পারে না, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে রেজাউর রহমান পরিচালিত সিনেমাটিতে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকিতে আসে ২৮ নভেম্বর।
জুনের ১৬–তে মুক্তি পাওয়া চরকি অরিজিনাল সিরিজ ’বাজি’র ক্ষেত্রেও বিষয়টা একই রকম। তরুণ পরিচালক এবং গল্পের বিষয়ে ভিন্নতা রয়েছে এখানেও। ক্রিকেটের অন্ধকার একটা দিক উঠে এসেছে এ সিরিজে, নির্মাণ করেছেন তরুণ প্রযোজক ও নির্মাতা আরিফুর রহমান।
তরুণদের মধ্যে সুনাম কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। তার পরিচালিত সিরিজও দেখা গেছে ২০২৪–এর প্রথম দিকে। ফেব্রুয়ারির ১ তারিখে চরকিতে আসে অরিজিনাল সিরিজ ‘টিকিট’।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘২০২৪–এর শুরুটা ছিল দারুণ এবং দর্শকদের প্রত্যাশা পূরণের মাধ্যমে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল চরকি। মাঝখানে কিছু চ্যালেঞ্জিং সময় কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সেই সময় আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে বলা যায়।’
নামকরা নির্মাতাদের দুর্দান্ত কাজও মুক্তি পেয়েছে এ বছর। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন উপহার দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি উঠে এসেছে চরকি হিটের তালিকায়। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পায় ২২ ফেব্রুয়ারি এবং দর্শকদের মুড়িয়ে ফেলে ভালোবাসায়।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এ ওয়েব ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর কমেডি রোম্যান্স ঘরানার সিনেমা নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। ১০ এপ্রিল প্রকাশ পাওয়া সিনেমাটিও চলে এসেছে চরকি হিটের তালিকায়।
বছরের জুলাই–আগস্টে শুরু হয় উত্তাল সময়। বৈষম্যের বিরুদ্ধে চলতে থাকে আন্দোলন। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। সবার মতো সময়টা চ্যালেঞ্জিং ছিল চরকির জন্য। রেদওয়ান রনি জানান, সেটি কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। চরকিকে এগিয়ে নিয়ে গেছে দর্শকরাই।
৫ সেপ্টেম্বরে মুক্তি পায় মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব সিনেমা ‘ফরগেট মি নট’। ’ঊনলৌকিক’, ’ক্যাফে ডিজায়ার’খ্যাত পরিচালক রবিউল আলম রবি সিনেমাটি নির্মাণ করেন। ভালোবাসার মানুষের মৃত্যুর পর এক প্রেমিকা কীভাবে স্মৃতির মধ্য দিয়ে তাকে স্মরণ করে–আবিষ্কার করে সেটাই এ সিনেমার বিষয়বস্তু।
বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির সঙ্গে আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হিটের পর ওটিটিতেও ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। চরকি হিটের তালিকায় ‘তুফান’ রয়েছে এক নম্বরে। এছাড়া ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ’প্রিয় মালতী’ সিনেমার কো–প্রোডিউসার হিসেবে আছে প্ল্যাটফর্মটি। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর।
শুধু সিনেমা–সিরিজেই আটকে ছিল না চরকি। সংখ্যায় কম হলেও এর বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা ছিল প্ল্যাটফর্মটির। তাই বছরের মাঝামাঝি সময়ে এসে চরকি এক্সক্লুসিভ শো ‘স্ক্যান্ডালাস’ প্রকাশ পায়। আহমেদ আশিকের লেখায় স্ট্যান্ড আপ কমেডি শো–টি পরিচালনা করেন আমিন হান্নান চৌধুরী। প্ল্যাটফর্মে আরও মুক্তি পায় নুরুল আলম আতিক পরিচালিত চরকি কো–প্রোডিউসড ফিল্ম ‘পেয়ারার সুবাস’ ও যুবরাজ শামীম নির্মিত চরকি এক্সক্লুসিভ ফিল্ম ‘আদিম’।
রেদওয়ান রনি বলেন, ’দর্শকদের সুবিধার জন্য এ বছর আমরা ট্র্যানজেকশনাল ভিডিও অন ডিমান্ড (টিভিওডি) চালু করেছি। এর মাধ্যমে যারা চরকির সাবস্ক্রাইবার নন তারাও অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নির্দিষ্ট কিছু কনটেন্ট দেখতে পারবেন।’ এর জন্য চরকি অ্যাপের ’বাই টিকেট’ অপশনে গেলেই সুবিধাটি পাবেন গ্রাহকরা।’
সব মিলিয়ে তরুণ–নবীন নির্মাতা, কলাকুশলীদের সঙ্গে নামকরা এ পরীক্ষিতদের নিয়ে ছিল চরকির পথচলা। যেখানে দর্শকদের কথা ভাবা হয়েছে সবার আগে, ছিল গল্পের ভিন্নতা এবং নতুন কিছু করার চেষ্টা।