২৯ ফেব্রুয়ারি আই-স্ক্রিনে আসছে রায়হান রাফি পরিচালিত ওয়েবফিল্ম ‘অমীমাংসিত’। সম্প্রতি টিজার প্রকাশের পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে ওয়েবফিল্মটি। রহস্য ঘেরা ‘অমীমাংসিত’র ৪০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ছাপ।
তবে ওয়েবফিল্মের গল্প আসলেই সত্যি ঘটনা নির্ভর কিনা, সে বিষয়ে নির্মাতা রায়হান রাফি সরাসরি উত্তর না দিয়ে, জানিয়েছেন, ‘ছবিটি দেখলেই সব বোঝা যাবে।’
অন্তর্জালে প্রকাশিত টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। যেমন, ‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনও চুরি ডাকাতি কেস…’, ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’, ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’, ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন…’
উল্লেখ্য, কেবল টিজার নয়, প্রকাশ পেয়েছে ওয়েবফিল্মের পোস্টার। যেখানে বসে থাকতে দেখা গেছে ওয়েব ফিল্মটির মুখ্য চরিত্রে থাকা ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন ব্যক্তি। যাদের মুখে কালো কাপড় বাঁধা! তারা কারা? সেই উত্তর এখন সময়ের অপেক্ষা মাত্র।