জোয়া আখতারের হাত ধরে রূপালী পর্দায় এলো বলিউডের একধিক স্টারকিড। অমিতাভ বচ্চনের নাতি অগ্যস্তা নন্দা, শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং শ্রীদেবী- বনি কাপুর কন্যা খুশি কাপুর।
’দ্যা আর্চিস’ সিনেমার পর পরই এলো আবার ‘খো গেয়ে হাম কাহা’ সিনেমাটি। যেখানে ‘অভিনয়’ করার খেতাব পেলেন অনন্যা পান্ডে। এর আগ অবধি করণ জোহরের গ্ল্যামারাস এন্ট্রিও তার কোনও কাজে আসেনি।
জাভেদ আখতার কন্যা জোয়া আখতার নিজের সুনাম রক্ষার পাশাপাশি অনন্যাকেও সুনামের তালিকাতে আনতে সক্ষম হলেন বটে। তবে, করণ জোহরের পাশাপাশি এবারে জোয়ারও মিলতে যাচ্ছে ‘নেপো’ গার্ডিয়ান খেতাব!
নেটিজেনরা বলছেন, জোয়া কৌশলে হলেও ঠিকই স্টারকিডদের বলিউডে আস্তানা গাড়তে সহায়তা করছেন। এটাও বলছে, করণের মত যা-তা ভাবে নয়, জোয়ার কৌশল অনেক বেশি টেকসই ও মজবুত।